BRAKING NEWS

গন্ডাছড়ায় গুলিতে আত্মঘাতী জওয়ান , গকুলনগরে আরও একজনের রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ৬ জুন৷৷ বিয়ের তিন মাসের মাথায় আত্মঘার্তী সীমান্ত রক্ষী বাহীনির এক জওয়ান৷ ঘটনা গন্ডাছড়া মহকুমার ভগীরথ এডিসি ভিলেজের বি আর পাড়া ফরোয়াড সীমান্ত এলাকায়৷ স্থানীয় সংবাদ সূত্রে জানা যায় গতকাল রাত ৮১০ মিনিটে ভগীরথ পাড়া ফরোয়াড এলাকায় কর্তব্যরত অবস্থায় এক জওয়ান তার নিজের একে ৪৭ রাইফেল দিয়ে আত্মঘাতী হয়৷ সীমান্তরক্ষীবাহিনীর ১১০নং ব্যাটেলিয়ানের ডি কম্পানীতে কর্মরত ছিল আত্মঘার্তী জওয়ান টি কেভেন রাজা (৩৩)৷ দক্ষীন ভারতে তার বাড়ি৷ কত তিন মাস আগে তার বিবাহ হয়েছিল বলে জানা গেছে৷ সঙ্গে সঙ্গে ওই যুবককে গন্ডাছলা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন৷ বিএসএফএর লিখিত অভিযোগের মূলে গন্ডাছড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন বলে জানালেন গন্ডাছলা থানার পুলিশ৷ আজ ঘটনা স্থলে ছোঁটে জান থানার পুলিশ ও বিএসএফ এর আধিকারিকরা৷ পুলিশের তদন্ত প্রকৃয়া শুরু করছে বলে পুলিশ সূত্রে খবর৷ প্রশ্ণ উঠছে রাইফেল গুলি দিয়ে আত্মহত্যার নেপথ্যে রহস্য কি? পরিকল্পিত খুন ক্যাম্পে অসম্ভব বলে দাবী সংশ্লিষ্ট মহলের৷ ঘটনার ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো কোন স্লু-খুজে পায়নি পুলিশ৷ যতদূর জানা গেছে মৃতদেহ ময়না তদন্তের পর দক্ষীন ভারতে জওয়ানের বাড়িতে মৃতদেহ পাঠাবে বি এস এফ৷
এদিকে, বিশালগড়স্থিত গকুলনগরের টিএসআর ক্যাম্পের ১১নং ব্যাটেলিয়ানের জওয়ান অরিকরণ (৩৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে৷ ঘটনা মঙ্গলবার রাত সাতটা নাগাদ ক্যাম্প কমপ্লেক্সের কোয়ার্টারে৷ জওয়ানের বাড়ি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে৷ জওয়ানের মৃত্যুর কারণ সঠিকভাবে বলতে চাইছে না টিএসআরের কোন আধিকারিকরা৷ অভিযোগ উঠেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটেছে৷ অন্যান্য জওয়ানরা অরিকরণের মৃতদেহ নিয়ে এসেছে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন৷ মর্গে রাখা হয়েছে জওয়ানের নিথর দেহ৷ বুধবার সকালে মৃত জওয়ানের ময়না তদন্ত করা হবে৷ ঘটনার তদন্ত শুরু করেছেন বিশালগড় থানার পুলিশ৷ এ ঘটনাকে কেন্দ্র করে টিএসআর কমপ্লেক্সে গুঞ্জন উঠেছে কিভাবে মৃত্যু হল তার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *