BRAKING NEWS

স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য গোলাঘাঁটিতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জুন৷৷ হাসপাতালে কর্তব্যরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল গোলাঘাটির দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷ শুক্রবার রাতে দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডা স্বতীর্থ দাস গুপ্তের  সঙ্গে স্টার্ফ নার্স জীবন দেববর্মা(২৭) এবং জিডিও রাধারাণী দেববর্মা এবং সাফাইকর্মী অনিতা দেববর্মা একই সাথে ডিউটিতে ছিলেন৷ রাত দশটায় ডা দাশ গুপ্ত হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের  শেষবারের মতো দেখে কোয়াটারে চলে যান৷ অন্যান্য তিনজন কর্মীও  ডিউটিতে ছিলেন৷ যদি কোন রোগীর কিছু সমস্যা হয় ডাক্তারকে ঢাকার  জন্য বলেন৷ খাবার শেষে কর্মীরা ঘুমিয়ে পড়েন৷ হঠাৎ করে রাত একটার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তিনজনই ওঠে সোলার লাইট সংযোগ করেন  হাসপাতালে৷ আবার যার যার স্থানে গিয়ে  ঘুমিয়ে পড়েন তারা সকলেই৷ কিন্তু সকাল পাঁচটার সময় রাধারাণী ও অনিতা দুজনেই ঘুম থেকে উঠেছে৷ কিন্তু  জীবন আর ঘুম থেকে ওঠেনি৷  অনেকক্ষণ ডাকাডাকির পর না ওঠায়  তাদের সন্দেহ হয়৷  তাছাড়া ঘর পরিষ্কার করতে হবে এজন্য বার বার ডাকতে থাকেন, সাড়া না পেয়ে গায়ে ধাক্কা দিয়ে জাগানোর চেষ্টা করেও ল াভ হ য়নি৷ সঙ্গে সঙ্গে  হাসপাতালের কর্তব্যরত ডাক্তার স্বতীর্থ দাসগুপ্তকে ডেকে আনেন৷  চিকিৎসক পরীক্ষানিরীক্ষা  করে বলেন জীবন বেঁচে নেই৷  সাতাশ বছরের যুবক নতুন চাকুরি পেয়েছে৷ বাড়ি কোনাবন এলাকায়৷  কেবিন থেকে উদ্ধার হয় সাতাশ বছরের  জীবন দেববর্মা নামে এক স্টার্ফ নাসের দেহ৷  হাসপাতালের মধ্যে থেকে নার্সের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়৷  জীবনের পরিবারের অসুস্থ মা এবং একমাত্র বোনকে নিয়ে কোনাবন থাকেন৷একমাত্র ভরসা চাকুরী৷ কিন্তু তার  এই অস্বাভাবিক মৃত্যুকে কেউ মেনে নিতে পারছে না৷ গত জানুয়ারি মাসে নতুন অফার পেয়ে চাকুরিতে যোগ দিয়ে শুধু একমাসের বেতন পেয়েছিল জীবন দেববর্মা৷ ঘটনা দুঃখজনক,  জীবনের মৃত্যু ঘিরে গোটা হাসপাতাল চত্বর ও কোনাবনের নিজ এলাকায় চাঞ্চল্য  বিরাজ করছে৷  তাছাড়া ঘটনাস্থলে টাকারজলার পুলিশ এসে  তদন্ত শুরু করেন৷  পরে জীবনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাকারজলা হাসপাতালে পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *