BRAKING NEWS

সন্ত্রাসের মদতদাতা কাতার, যাবতীয় সম্পর্ক ছিন্ন করল সৌদি সহ চারটি দেশ

দুবাই, ৫ জুন (হি.স.): ‘সন্ত্রাসে মদত দিচ্ছে কাতার’| এমনই গুরুতর অভিযোগ এনে কাতারের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব, বাহরিন, ইজিপ্ট ও সংযুক্ত আরব আমিরশাহী-এই চারটি আরব দেশ| সোমবার ভোররাতে কাতারের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এই চারটি আরব দেশ জানিয়েছে, গ্যাস সমৃদ্ধ দোহার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হয়েছে|
সৌদি আরবের নিউজ এজেন্সি এসপিএ জানিয়েছে, সন্ত্রাসবাদের থেকে দেশকে রক্ষা করতে ও জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে কাতারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব| কূটনৈতিক সম্পর্ক ছাড়াও ভূমি, সমুদ্রসীমা ও আকাশ সীমার সব যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব|
বাহরিনের নিউজ এজেন্সি জানিয়েছে, বাহরিনের নিরাপত্তা বিঘ্নিত করে অস্থিরতা তৈরি করছে কাতার| সে জন্যই কাতারের সঙ্গে যাবতীয় সম্পর্কে দাঁড়ি টানা হয়েছে| কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার স্বপক্ষে একই ধরনের যুক্তি এনেছে ইজিপ্ট ও সংযুক্ত আরব আমিরশাহী|
সংযুক্ত আরব আমিরশাহীর নিউজ এজেন্সি ডাব্লিউএএম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করেছে কাতারের সঙ্গে| সোমবার ইজিপ্ট-ও কাতারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে| চারটি আরব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও, এ বিষয়ে কাতারের কোনও প্রতিক্রিয়া মেলেনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *