BRAKING NEWS

লন্ডনের সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): লন্ডনে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনে পরপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করে রবিবার টুইট করেন তিনি ।বলেন, লন্ডন হামলা চমকে ওঠার মত, অত্যন্ত শোকাবহ ঘটনা। এই হামলার তীব্র নিন্দা করছে ভারত। হতাহতের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রয়েছে ।

শনিবার পরব পর তিনটি হামলায় কেঁপে ওঠে এই ব্রিটিশ নগরী। প্রথমে লন্ডন ব্রিজের কাছে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। পরে, লন্ডনের বোরো মার্কেটে ছুরি নিয়ে হামলা চালানো হয়। তৃতীয় যে হামলাটি হয়েছে ভক্স হলের কাছে ।বার্মিংহামে ভারত-পাক ম্যাচের আগে এই হামলায় মৃত কমপক্ষে নয় জন। তিন জঙ্গিও রয়েছে মৃতদের মধ্যে। এক পুলিশকর্মী সহ গুরুতর জখম প্রায় ৩০ জন। মধ্য লন্ডনের ছ’টি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে টুইটারে জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স পরিষেবা দফতর। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পরিপ্রেক্ষিতে লন্ডন ব্রিজের উভয়দিকেরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস।-হিন্দুস্থান সমাচার । কাকলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *