BRAKING NEWS

পুলিশের নজর এড়িয়ে নবান্নে ঢোকার চেষ্টা, আটক সুজন-তন্ময়রা

কলকাতা, ২২ মে (হি.স.): ‘বাংলা বিপন্ন, চলো নবান্ন’| এই স্লোগান দিয়ে, ১৮ দফা দাবি নিয়ে নবান্নমুখী হয়েছেন বামেরা| কিন্তু, বাম গণসংগঠনগুলির এই নবান্ন অভিযানকে ঘিরে শুরু থেকেই সূত্রপাত অশান্তির| অভিযান শুরুর আগেই নবান্নে জোর করে ঢোকার চেষ্টা করেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী-তন্ময় ভট্টাচার‌্য-রা| তাঁদের সঙ্গে ছিলেন ১০ থেকে ১২ জন বাম কর্মী| পুলিশ তাঁদের আটক করে| এই সময় উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার‌্য এবং মানস মুখোপাধ্যায়ও| এর পরেই নবান্নের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়| সিপিএম নেতা সূর‌্যকান্ত মিশ্র বলেছেন, ‘গ্রেফতার হওয়া বাম বিধায়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই| নবান্নে প্রবেশ করার পূর্ণ অধিকার আছে তাঁদের| অন্যথায় মানুষের তুমুল বিক্ষোভের মুখোমুখি হতে হবে রাজ্য সরকারকে|’ যদিও বামেদের নবান্ন অভিযানকে কটাক্ষ করে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বামেদের অস্তিত্ব বিপন্ন| জোর করে নিজেদের জাহিরের চেষ্টা করতেই বাম বিধায়করা নবান্নে ঢোকার চেষ্টা করেন বলে বিদ্রুপ করেন তিনি|
বাম গণসংগঠনগুলির ডাকে নবান্ন অভিযান শুরু হওয়ার কথা ছিল সোমবার দুপুর ১টা নাগাদ| কেউ যাতে নবান্নের ধারে কাছে ঘেঁষতে না পারে, তার জন্য কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয় হাওড়া ও কলকাতা জুড়ে| কিন্তু দুপুর সোয়া ১২টা নাগাদ হঠাত্ই বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে আরও দুই বিধায়ক এবং জনা ১২ কর্মী উপস্থিত হয়ে যান নবান্নের সামনে| নিজের বিধায়ক স্টিকার লাগানো বোলেরো গাড়িতে সুজন ও তাঁর সঙ্গী বিধায়ক তন্ময় ভট্টাচার‌্য নবান্নের উত্তর গেটের সামনে চলে যান| পিছনে একটি অ্যাম্বাসাডার গাড়িতে ছিলেন অন্য এক বিধায়ক মানস ভট্টাচার‌্য|
গাড়ি থেকে নেমেই তাঁরা নবান্নের ভিতরে ঢোকার চেষ্টা করেন| পুলিশ আধিকারিকরাও তাঁদের বাধা দেন| কিন্তু সুজন চক্রবর্তী দাবি করতে থাকেন, একজন বিধায়ক হিসেবে তিনি যে কোনও সরকারি অফিসে যেতেই পারেন| তাঁকে কেন বাধা দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন করতে থাকেন তিনি| কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী তাঁদের আটক করে নবান্নের সামনে দাঁড়িয়ে থাকা প্রিজন ভ্যানে তুলে দেয়| কি কারণে আটক করা হল সুজন চক্রবর্তীদের? এ বিষয়ে পুলিশের বক্তব্য, নবান্নের আশেপাশে ১৪৪ ধারা জারি করা রয়েছে| সেখানে ৪ জনের বেশি কোনও মানুষের জমায়েত নিষিদ্ধ| এই কারণেই তাঁদের আটক করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *