BRAKING NEWS

ইজরায়েলে তৈরি শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম আসছে ভারতীয় নৌবাহিনীর জন্য

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : ভারতীয় নৌবাহিনীর জন্য আসছে ইজরায়েলে তৈরি শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম| আপাতত নৌবাহিনীর ৪টি যুদ্ধজাহাজে ওই দূরপাল্লার মিসাইল ডিফেন্স সিস্টেম বসানো হবে|
প্রসঙ্গত আগামী জুলাই মাসেই সম্ভবত ইজরায়েল সফরে যাচ্ছেন প্রধানমনত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর ওই সফরের সময়ে ইজরায়েলের সঙ্গে বিপুল টাকার সামরিক চুক্তি হওয়ার কথা রয়েছে| তার আগেই ওই মিসাইল ডিফেন্স সিস্টেম দেওয়া কথা বলল ইজরায়েল| গত মাসেই ভারতের সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য ইসরায়েলের সঙ্গে বিপুল টাকার চুক্তি করেছে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ| ওই সংস্থা জানিয়েছে তারা এবার ভারতে ভূমি থেকে আকাশে উক্ষেপণ্যোগ দূপরাল্লার ক্ষেপণাস্ত্র দেবে|
নতুন এই মিসাইল ডিফেন্স সিস্টেম ভারতের হাতে এলে আকাশপথে যেকোনও ধরনের হামলার মোকাবিলা করতে পারবে ভারত| ভারতের সেনাবাহিনীর হাতেও এই ধরনের অস্ত্র চলে আসবে বলে মনে করা হচ্ছে| ইজরায়েল এরোস্পেস ইন্ড্রাস্ট্রিস থেকে ওই অস্ত্র ভারতের হাতে এসে গেলে গোটা বিশ্বে উন্নয়ন মিসাইল ডিফেন্স সিস্টেমে ভারত একটা জায়গা করে নেবে| ভারতের মেক ইনি ইন্ডিয়া নীতির কথা কথা মাথায় রেখে ওই চুক্তির সঙ্গে ভারত ইলেকট্রিক লিমিটেডকেও জুড়ে দেওয়া হচ্ছে|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *