BRAKING NEWS

আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন বিক্রম, আর্জি আগাম জামিনের

কলকাতা, ৫ মে (হি.স.): গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিং চৌহান-এর মৃতু্যর ঘটনায় আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়| শুক্রবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানিয়েছেন অভিনেতা বিক্রম| গত ২৯ এপ্রিল, শনিবার ভোররাতে রাসবিহারী মোড়ের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান টেলিভিশনের জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহান| ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও| বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পান বিক্রম| ওই দিন বিক্রম যেহেতু গাড়ির চালকের আসনে ছিলেন, তাই তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে টালিগঞ্জ থানার পুলিশ| সোনিকার পরিবারের পক্ষ থেকেও বিক্রমের বিরুদ্ধে থানায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে|

বৃহস্পতিবারই বিক্রমকে নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় টালিগঞ্জ থানার পুলিশ| কিন্তু, শুক্রবার তাঁর বিরুদ্ধে রুজু হওয়া মামলাগুলিতে আগাম জামিন পেতে আলিপুর আদালতের দ্বারস্থ হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়| আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি| উল্লেখ্য, বিক্রমের বিরুদ্ধে যে যে ধারায় মামলা দায়ের হয়েছে, তার সবকটিই জামিনযোগ্য|

গত ২৯ এপ্রিল, শনিবার ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ-তে লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান টেলিভিশনের জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহান| ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও| তদন্তকারীরা জানিয়েছেন, ভোররাতে লেক মলের সামনে গাড়িতে করে যাচ্ছিলেন বিক্রম ও সোনিকা| অভিশপ্ত গাড়ির চালকের আসনে বসেছিলেন বিক্রম| গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে| মুহূর্তের মধ্যে রাস্তা ছেড়ে ফুটপাথে উঠে যায় গাড়িটি| এরপরে একটি দোকানে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়| দুর্ঘটনার জেরে রীতিমতো দুমড়ে মুচড়ে যায় গাড়িটি| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় বিক্রম ও সোনিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা সোনিকাকে মৃত বলে ঘোষণা করেন| অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে প্রথমে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও, খানিক পরেই তিনি ফের অসুস্থ বোধ করেন এরপর ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়| বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পান বিক্রম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *