BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসের গুরুতর জখম আটজন, পুলিশের ভূমিকায় ক্ষোভে পথ অবরোধ চড়িলামে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/খোয়াই/কমলাসাগর, ২৩ ফেব্রুয়ারী৷৷ যান সন্ত্রাসে গুরুতর জখম হয়েছে দুই ছাত্র৷ দূর্ঘটনাটি

বৃহস্পতিবার দূর্ঘটনার পর চড়িলামে জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷ ছবি নিজস্ব৷

ঘটেছে বৃহস্পতিবার পৌণে এগারটা নাগাদ চড়িলাম নেতাজী সুভাষ ইংলিশ মিডিয়াম সুকল সংলগ্ণ এলাকায়৷ আহতরা চড়িলাম দ্বাদশ শ্রেণী সুকলের ছাত্র৷ দুই ছাত্রই পরীক্ষা দিতে যাচ্ছিল সুকলে৷ দূর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷
সংবাদে প্রকাশ, দুই ছাত্র কিশোর সাহা (১৭) এবং রঞ্জন মজুমদার (১৭) সুকলে যাচ্ছিল পরীক্ষা দিতে৷ তখনই দ্রুত বেগে ছুটে আসা টিআর-০১-এজি- ০৩৩৭ নম্বরের একটি মারুতী ইকো পেছন দিক থেকে ঐ দুই বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয়৷ তাতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ ধাক্কা দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চালক৷ চালকের এই উদ্দেশ্য সফল হতে দেয়নি স্থানীয় জনগণ৷ জনতা মারুতী ইকো গাড়িটি আটক করে৷ অন্যদিকে আহত দুই ছাত্রকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ ততক্ষণে চড়িলাম দ্বাদশ শ্রেণী সুকলের ছাত্রছাত্রীরা দূর্ঘটনাস্থলে পৌঁছে৷ জাতীয় সড়ক অবরাধ করে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ চড়িলামে কোন দূর্ঘটনা ঘটলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে না৷ জাতীয় সড়ক অবরোধের ফলে এই সড়কের উভয় দিকে প্রচুর সংখ্যক গাড়ি আটকা পড়ে যায়৷

সকাল ১১টা থেকে টানা দুইঘন্টা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে থাকে৷ সুকলের ছাত্রছাত্রীদের অভিযোগ দূর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিশালগড় থানাকে জানানো হয়৷ কিন্তু, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেনি৷ প্রায় ৪৫ মিনিট পর পুলিশ সেখানে পৌঁছে৷ পুলিশ গিয়ে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছে৷ কিন্তু তাতে কোন কাজ হয়নি৷ বিশালগড় থানার ওসি সত্যেন বসু রায় চৌধুরী, ট্রাফিক বিভাগের অফিসার মানস রায় দেববর্মা ও বিশাল সংখ্যায় টিএসআর বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে৷ পুলিশ প্রশাসনের আধিকারীকরা ঘটনাস্থলে উপস্থিত ক্ষুব্ধ জনতার সাথে বৈঠক করে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানায়৷ তারপর অবরোধ প্রত্যাহার করা হয়৷ এদিকে, ঐ সুকলের প্রধান শিক্ষক কিংবা সহকারী প্রধান শিক্ষক ঘটনাস্থলে পৌঁছেনি৷ তাতে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

খোয়াই সংযোজন ঃ খোয়াই থানার অধীন জাম্বুরা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বাইক ও বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে দুইজন গুরুতর জখম হন৷ সংবাদে প্রকাশ, জাম্বুরা এলাকার ডিরোজিও মিশন সুকলের সামনে টিআর-০৬-৯৩৪৫ নম্বরের একটি বাইকের সাথে বাইসাইকেলের সংঘর্ষ হয়৷ তাতে বাইকসাইকেল আরোহী হিমাংশু দাস বাইক চালক কৃষ্ণধন দেবনাথ গুরুতর আহত হন৷ খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা৷ আহতদের নিয়ে যাওয়া হয় খোয়াই হাসপাতালে৷ এখান থেকে দুজনকেই জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ পুলিশ বাইক ও বাইসাইকেল আটক করেছে৷ একটি মামলাও রুজু হয়েছে৷

কমলাসাগর সংযোজন ঃ বৃহস্পতিবার ফের যান দুর্ঘটনায় আহত ৪ জন৷ ঘটনাটি ঘটে রাস্তার মাথায় মূল জাতীয় সড়কে৷ খবর সূত্রে জানা যায় টিআর০৪-১৭৮৯ নম্বরের একটি পাথর বোঝাই করা গাড়িটি৷ কুমারঘাট থেকে পাথরবোঝাই করে শান্তিরবাজারের উদ্দেশ্যে রওনা হয়৷ গকুলনগর রাস্তার মাথায় এসে টিআর০১-এ-ই-০২৬৮ নম্বরের একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই লরিটিকে ধাক্কা দেয়৷ তখন পাথর বোঝাই গাড়ির চালক ভরতচন্দ্র চাকমা মারুতি গাড়িটিকে বাঁচানোর জন্য নিজের পাথার বোঝাই করা লরিটি খাদে পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে লরিটি পাল্টি খেয়ে পড়ে যায়৷ তবে লরিটির চালকের কিছুই হয়নি৷ অপরদিকে মারুতির গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ চালকের বাড়ি গোলাগাটি এলাকায়৷ চালকের নাম জানা গৌরাঙ্গ শিল৷ ঘটনাস্থলে মারুতির গাড়ির যাত্রী ৪ জন আহত হয়৷ আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ ছুটে আসে৷ জাতীয় সড়কে যানজট লেগে থাকে৷ সমস্যাগুলি দ্রুত যান চলাচলের ব্যবস্থা করে৷ যান চলাচল স্বাভাবিক হয়৷ রাস্তার মাথা এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *