BRAKING NEWS

পরিমল সাহা হত্যা মামলায় সাজাপ্রাপ্তরা উচ্চ আদালতের দ্বারস্থ

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ চড়িলামের প্রাক্তন বিধায়ক পরিমল সাহা হত্যামামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ১২ জন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন৷ সেই মোতাবেক উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয়েছে৷ সাজাপ্রাপ্ত ১২ জনের তরফে আইনজীবী জানিয়েছেন, উচ্চ আদালতে এই পিটিশন গৃহীত হয়েছে৷ তবে, শুনানীর দিনক্ষণ এখনও ধার্য্য হয়নি৷ খুব শীঘ্রই উচ্চ আদালতে এই পিটিশনের শুনানী হবে বলে তিনি আশাবাদী৷ উল্লেখ্য চড়িলামের প্রাক্তন বিধায়ক পরিমল সাহা হত্যা মামলায় ১২ জনকে দোষী সাব্যস্থ করে পশ্চিমব জেলা ও দায়রা বিচারক তাদের যাবজ্জীবন কারাদান্ডের রায় দিয়েছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *