BRAKING NEWS

সিট্যুভুক্ত অটোচালকের গুন্ডামিতে শহরে রক্তাক্ত বহিঃরাজ্যের যুবক

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ মঙ্গলবার দুপুর নাগাদ আগরতলা শহরের জ্যাকশন গেইট এলাকায় গুয়াহাটির এক যুবককে মারধর করে এক অটো চালক৷ অভিজিৎ সাহা নামে ঐ যুবক ২টা ৩৫ মিনিটের বিমানে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল৷ আগরতলা বিমানবন্দরে যাওয়ার জন্য অভিজিৎ সাহা অটো ধরতে জ্যাকশন গেইটে আসেন৷ একটি অটোকে বিমানবন্দরে যাওয়ার জন্য বলেন৷ অটো চালক একশ কুড়ি টাকা ভাড়া দাবী করেন৷ যাত্রী অভিজিৎ সাহা ভাড়া কিছুটা কমানোর জন্য বললে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে৷ এনিয়ে বাক বিতন্ডা শুরু হয়৷ অপর একটি অটো করে যাওয়ার চেষ্টা করেন অভিজিৎ সাহা৷ তাতেও নিস্তার মিলেনি৷ উন্মত্ত অটো চালক তাকে মারধর শুরু করে৷ ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হন৷ তারা বহিঃরাজ্যের ঐ যুবককে নিয়ে আগরতলা পূর্ব থানায় যান৷ অটো রিক্সার নম্বর উল্লেখ করে পূর্ব থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগ দায়ের করার পর ঐ যুবক আগরতলা থেকে বিমানবন্দরে চলে যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ একাংশ অটো চালকের দৌরাত্ম্যে যাত্রী সাধারণ চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হচ্ছেন৷ মর্জিমাফিক ভাড়া আদায়ের ঘটনা অব্যাহত রয়েছে৷ বিশেষ করে বহিঃরাজ্যের লোকজন পেলে পকেট কাটার কৌশল নিয়ে থাকে এসব অতি মুনাফালোভী অটো চালকরা৷ এর ফলে অন্যান্য অটো চালকরাও অহেতুক বদনামের ভাগিদার হতে বাধ্য হচ্ছেন৷ এই ঘটনার খবর পেয়ে সিট্যু নেতারাও পূর্ব থানায় ছুটে যান৷ তারা অবশ্য এযাত্রায় অটো চালকের অন্যায় আচরণের সপক্ষ্যে সওয়াল করেননি৷ উপরন্তু বহিঃরাজ্যের ঐ যুবককে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন৷ অবশ্য তাদের কোন সাহায্য নেননি ঐ যুবক৷ শুধু ন্যায় বিচার দাবী করেছেন৷ সিট্যু নেতৃত্ব অবশ্য বলেছেন, অটো চালক সত্যিকার অর্থেই যদি অপরাধ করে থাকে তদন্ত ক্রমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷ উল্লেখ্য, অটো রিক্সায় তিনজনের অধিক যাত্রী পরিবহণ করা আইনত নিষিদ্ধ করা সত্বেও আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজধানী আগরতলা শহর এলাকাতেও অতিরিক্ত যাত্রী পরিবহণ অব্যাহত রয়েছে৷ শহরতলী ও গ্রামাঞ্চলে অতিরিক্ত যাত্রী পরিবহণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ সবকিছু জেনেশোনেও পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না৷ এর ফলে এসব বেআইনী কাজকর্ম দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *