BRAKING NEWS

ঢাকায় খালে পরিত্যাক্ত অবস্থায় ৯৭টি পিস্তল ও বিস্তর গুলি উদ্ধার

PISTOLঢাকা, ১৮ জুন৷৷ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকার একটি খাল থেকে ৯৭টি পিস্তল ও এক হাজারেরও বেশী গুলি উদ্ধার করা হয়েছে৷ সেখানে কয়েকশ ম্যাগজিন, গুলি তৈরীর শতাধিক ছাঁচ ও বেয়োনেট পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে, এইসব পিস্তলের মধ্যে ৯৫টি বিদেশী এবং এগুলি ৭৬ বোরের৷ এছাড়া যেসব ম্যাগজিন পাওয়া গিয়েছে তার মধ্যে ২৬৩টি এসএমজির৷ আর গুলির মধ্যে ২২০টি ৭৬২ বোর পিস্তলের এবং ৮৪০টি ৯ এমএম পিস্তলের৷ জানা গিয়েছে, সবগুলি আগ্ণেয়াস্ত্রই সচল এবং ব্যবহারের উপযোগী৷
শনিবার বিকাল তিনটা নাগাদ, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ী বেরিবাঁধ সংলগ্ণ ঐ খালে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান শুরু হয়৷ রাত নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে সমস্ত আগ্ণেয়াস্ত্র উদ্ধার করে বাংলাদেশ পুলিশ৷ জানা গিয়েছে, আটটি কালো ব্যাগে ১৪০টি বাক্সে এসব আগ্ণেয়াস্ত্র রাখা ছিল৷ অস্ত্র উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ঘিরে রাখা হয়৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের পদস্থ আধিকারীকরা৷ ইতিপূর্বে ১০৮টি চাইনিজ রাইফেল উদ্ধার করেছিল বাংলাদেশ পুলিশ৷ এদিনের আগ্ণেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সারা দেশে নৃশংস আক্রমণের গন্ধ পাচ্ছেন পুলিশর উর্দ্ধতন কর্মকর্তারা৷ তবে, এই আগ্ণেয়াস্ত্রগুলি কারা এখানে মজুত করেছিল সেই বিষয়ে এখনই কিছু জানাতে পারেনি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে বাংলাদেশ পুলিশর তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *