BRAKING NEWS

সিবিএসই’র মাধ্যমিকের ফল প্রকাশিত, পাশের হারে মেয়েরা এগিয়ে

CBSEনয়াদিল্লি, ২৮ মে৷৷ সিবিএসই’র মাধ্যমিক পরীক্ষায় মেয়েরা টেক্কা দিল ছেলেদের৷ ৯৬.৩৬ শতাংশ এবারের মাধ্যমিকে পাশের হার৷ তাতে মেয়েরা ৯৬.২১ শতাৎশ এবং ছেলেরা ৯৬.১১ শতাংশ পাশ করেছে৷ তবে, এবার সিবিএসই’তে মাধ্যমিকে ফলাফল গতবছরের তুলনায় খারাপ হয়েছে৷ গত বছর ৯৭.৩২ শতাংশ ছেলেমেয়েরা পাশ করেছিল৷ এবছর তা নেমে এসেছে ৯৬.৩৬ শতাংশে৷
এদিকে, দ্বাদশের পর মাধ্যমিকেও তিরুবনন্তপুরম সারা দেশে ফলাফলের দিক দিয়ে শীর্ষে রয়েছে৷ সেখানে ৯৯.৮৭ শতাংশ ছেলেমেয়ে পাশ করেছে৷ এরপরই দক্ষিণের আরেক শহর চেন্নাই রয়েছে৷ চেন্নাইতে ৯৭.৩২ শতাংশ ছেলেমেয়ে পাশ করেছে৷
এবছর ১৪ লক্ষ ৯১ হাজার ২৯৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল৷ যা গত বছরের তুলনায় ৮৫ শতাংশ বেড়েছে৷
এবছর সারা দেশে ১৫,৩০৯ টি সুকলে ৮ লক্ষ ৯২ হাজার ৬৮৫ জন ছাত্র এবং ৬ লক্ষ ৬ হাজার ৪২৭ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে৷

সিবিএসই’র মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করুণ ঃ
www.cbseresults.nic.in
এরপর রোল নম্বর এবং জন্মের তারিখ দিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *