মারধরের ঘটনায় পাঁচ টিএসআর জওয়ানকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ মারধরের ঘটনায় পাঁচ টিএসআর জওয়ানকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার৷ পাশাপাশি, অভিযোগ পেয়েও কোন ব্যবস্থা না নেওয়ার টিএসআর ১২নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্টকে পুলিশ সদর কার্য্যালয়ে বদলি করা হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন, টিএসআর ৬নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট জীতেন্দ্র দেববর্মা৷ প্রশাসন সূত্রে খবর, নির্বাচনী আচরণ বিধি উঠে যাওয়ার পর বিভিন্ন দপ্তর এবং পুলিশ ও টিএসআর বাহিনীতে অনেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরা সরকার৷ কর্তব্য পালনে গাফিলতির জন্য এই পদক্ষেপ নেবে ত্রিপুরা সরকার, এমনটাই দাবি সূত্রের৷


প্রসঙ্গত, ত্রিপুরায় শৃঙ্খলাপরায়ণ বাহিনী হিসেবে টিএসআর পরিচিত৷ কিন্তু, কয়েকজন জওয়ানের দৌলতে ফের একবার বাহিনী কালিমালিপ্ত হয়েছে৷ ব্যারাকেই এবার এক জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠায় প্রশাসন নড়েচড়ে বসেছে৷
চাকমাঘাটস্থিত টিএসআর ১২নং ব্যাটেলিয়ানের রাইফেলম্যান ভোজবীর সিং চৌহানকে তার সহকর্মীরা প্রচন্ড মারধর করেছে বলে অভিযোগ উঠেছে৷ বর্তমানে ওই জওয়ান জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন৷ গত ১২ মে গভীর রাতে এই ঘটনার পর আহত ভোজবীর সিং চৌহান এবিষয়ে বাহিনীর প্রধানকে জানালেও কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি৷ পরবর্তী সময়ে আহত জওয়ানের বিএসএফে কর্মরত ভাই রাজ্যে এসে তাকে ক্যাম্প থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জি বি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করান৷


ওই ঘটনায় ত্রিপুরা প্রশাসন ব্যবস্থা নিয়েছে৷ অভিযুক্ত পাঁচ জওয়ান নায়েব সুবেদার বিপুল রঞ্জন দে, হাবিলদার কমল পাল, হামিলদার রাজু ধর, নায়েক মহেশ্বর দাস এবং নায়েক সত্যব্রত সিনহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ পাশাপাশি, টিএসআর রাইফেলম্যান ভোজবীর সিং চৌহানের অভিযোগ পেয়েও কোন ব্যবস্থা না নেওয়ায় টিএসআর ১২নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট রতি রঞ্জন দেবনাথকে পুলিশ সদর কার্য্যালয়ে বদলি করা হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন, টিএসআর ৬নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট জীতেন্দ্র দেববর্মা৷


সূত্রের খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা এবং মুখ্য সচিব এল কে গুপ্তাকে সাধারণ প্রশাসন এবং পুলিশ ও টিএসআর বাহিনীতে কর্তব্য পালনে অবহেলা করেন এমন কর্মচারী এবং পুলিশ কর্মী ও জওয়ানদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন৷ লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি উঠে যাওয়ার বিরুদ্ধে তাঁদের কঠোর পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরা সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *