BRAKING NEWS

ছয়টি কেন্দ্রে পর্ষদের পরীক্ষার উত্তরপত্র মূল্যয়াণ প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণের কাজ শুরু হয়েছে৷ মোট ৬টি কেন্দ্রে এই মূল্যায়ণের কাজ করা হচ্ছে৷ সার্বিক বিষয়টি খতিয়ে দেখে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা সহ অন্যান্যরা বুধবার উত্তরপত্র মূল্যায়ণ কেন্দ্রগুলো সফর করেছেন৷


এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র নির্ভুলভাবে মূল্যায়ণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷ প্রতিবছরই ফলাফল ঘোষণার পর নানা ত্রুটিবিচ্ছুতি ধরা পড়ে৷ তাতে কলঙ্কিত হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷ সে কারণেই পর্ষদের হৃতগৌরব পুনরুদ্ধারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এবছর ৬টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ করা হবে৷ মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণ করা হবে৷ এদিকে ৫টি কেন্দ্রে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণ করা হবে৷ কেন্দ্রগুলি হল আচার্য প্রফুল্ল চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির, বাণী বিদ্যাপিঠ বিদ্যালয়, বোধজং দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়, শিশুবিহার সুকল এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন৷

বুধবার উত্তরপত্র মূল্যায়ণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে উত্তরপত্র মূল্যায়ণের কাজ৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা৷ এবছর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ২৭,২০৪জন এবং মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৪৬,৫৮৫জন উত্তরপত্র মূল্যায়ণের জন্য ৩৮৫০ জন শিক্ষককে নিযুক্ত করা হয়েছে৷ আগামী ২০ মে’র মধ্যে উত্তরপত্র মূল্যায়ণের কাজ শেষ হবে জানিয়েছেন পর্ষদ কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *