BRAKING NEWS

আইপিএফটির পোলিং এজেন্টকে মারধর, প্রতিবাদে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ দুই পোলিং এজেন্টকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছে না৷ ফলে ধলাই জেলার গণ্ডাছড়ায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ গড়ে তুলেছে আইপিএফটি৷


এবিষয়ে আইপিএফটি সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা জানিয়েছেন, মঙ্গলবার ভোট চলাকালীন বিকেল সাড়ে চারটা নাগাদ ৪৪/৫১ নম্বর বুথে দলের দুই পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে৷ তাঁর অভিযোগ, হেমেন্দ্র দেববর্মা (২৮) এবং নতুনজয় চাকমা (২৭) নামের আইপিএফটি-র দুই পোলিং এজেন্ট বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, একই সময়ে ওই বুথেই কংগ্রেসের পোলিং এজেন্ট ইতারাম রিয়াং (৩৮)ও আক্রান্ত হয়েছেন৷ তাঁদের গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি অভিযোগ করে বলেন, গতকাল পুলিশের সামনেই আইপিএফটি ও কংগ্রেসের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে৷


তিনি জানান, ওই ঘটনায় আক্রান্তদের তরফে গণ্ডাছড়া থানায় চারজনের বিরুদ্ধে গতকালই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা হয়নি৷ তাই স্থানীয় নেতৃবৃন্দ আলোচনা করে সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন৷ তাতে দলের শীর্ষ নেতৃত্বও সম্মতি জানিয়েছেন৷ মঙ্গল দেববর্মা বলেন, আজ দুপুর বারোটা থেকে গণ্ডাছড়ায় আমবাসা-গণ্ডাছড়া, গন্ডাছড়া-রইস্যাবাড়ি ও গণ্ডাছড়া-অমরপুর সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধে বসেছেন আইপিএফটি কর্মীরা৷ দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷ এই অবরোধের ফলে গণ্ডাছড়ায় উভয় দিকের যান চলাচল ব্যাহত হয়েছে৷


এই অবরোধকে ঘিরে বিজেপি ও আইপিএফটির মধ্যে স্নায়ুর লড়াই চরমে উঠেছে৷ তবে, শাসক জোটে বিরোধ মেটাতে দুই দলেরই শীর্ষ নেতৃত্ব তৎপর হয়েছে৷ আইপিএফটি কর্মীকে মারধরের ঘটনায় আগামী ২৬ এপ্রিল আগরতলায় দুই দলের শীর্ষ নেতৃত্বরা বৈঠক করবেন৷ স্থানীয় স্তরে নেতাদের নিয়ন্ত্রণে রাখার দিশা খঁুজে বের করার চেষ্টা হবে ওই বৈঠকে, পার্টি সূত্রে এমনটাই খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *