BRAKING NEWS

পূর্ব আসনে ভোট পড়ল ৮৩.১৫ শতাংশ সর্বাধিক খোয়াইয়ে, সর্বনিম্ন অম্পিনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ত্রিপুরা পূর্ব সংসদীয় আসনে ৮৩.১৫ শতাংশ ভোট পড়েছে৷ তাতে মোট ১০ লক্ষ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার ভোট দিয়েছেন৷ বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷ সাথে তিনি যোগ করেন, খোয়াই বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ৯০.২১ শতাংশ এবং অম্পিনগর বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম ৭৫.২১ শতাংশ ভোট পড়েছে৷


মঙ্গলবার ত্রিপুরা পূর্ব আসনে ভোট সম্পন্ন হলেও ভোটের চূড়ান্ত হার জানাতে পারেনি নির্বাচন কমিশন৷ আজ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনে ভোটের চূড়ান্ত হার সংগ্রহ হয়েছে৷ পূর্ব আসনে ৮৩.১৫ শতাংশ ভোট পড়েছে৷ পোস্টাল ব্যালট মিলে হার বেড়ে ৮৩.৩ কিংবা ৮৩.৪ শতাংশ হতে পারে৷ তিনি জানান, ত্রিপুরা পূর্ব আসনে ১০ লক্ষ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার ভোট দিয়েছেন৷ তাতে, গোটা দেশের মধ্যে ত্রিপুরার ভোটের হার উল্লেখযোগ্য বলে দাবি করেন তিনি৷
মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনে আজ আমবাসায় স্ক্রুটিনি শুরু হয়েছে৷ আগামীকালও স্ক্রুটিনি চলবে৷ তাঁর কথায়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, সমস্ত অবজারভার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে পূর্ব আসনে স্ক্রুটিনি শুরু হয়েছে৷ আগামীকালও চলবে৷ তবে এখনই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনও ক্রুটি রয়েছে কিনা তা বলা সম্ভব নয়৷
তিনি জানান, ১২টি স্ট্রংরুমে ইভিএম সুরক্ষিতভাবে রাখা হয়েছে৷ অধিকাংশ ইভিএম গতকাল রাতের স্ট্রংরুমে রাখা সম্ভব হয়েছে৷ শুধু দশটি স্থানের ইভিএম অবজারভারদেরর নজরদারিতে আজ সকালে স্ট্রংরুমে রাখা হয়েছে৷ এদিন তিনি জানান, ত্রিপুরা পূর্ব আসনে ১৭টি গণনা কেন্দ্রে ভোটের ফল গণনা হবে৷ মুখ্য নির্বাচন আধিকারিক আবারও ত্রিপুরা পূর্ব আসনে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন৷ সাথে তিনি দাবি করেন, পূর্ব আসনে নির্বাচন নিয়ে সকলেই সন্তুষ্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *