BRAKING NEWS

দীর্ঘদিনের জল্পনার অবসান : বারাণসী থেকে কংগ্রেস প্রার্থী অজয় রাই, গোরক্ষপুর থেকে মধুসূদন তিওয়ারি

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): যাবতীয় গুঞ্জন ও জল্পনার অবসান| কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নন, উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস প্রার্থী অজয় রাই| পাশাপাশি উনিশের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে ভোটে লড়বেন কংগ্রেস প্রার্থী মধুসূদন তিওয়ারি| বারাণসী সংসদীয় কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী কে হচ্ছেন? তা নিয়ে বিগত কয়েকদিন ধরে বহাল ছিল রহস্য| অবশেষে বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, বারাণসী থেকে ভোটে লড়বেন অজয় রাই|

এদিনই গোরক্ষপুর লোকসভা আসনেরও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে| উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন মধুসূদন তিওয়ারি| উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বারাণসী থেকে মাত্র ৭৫,০০০ ভোট পেয়েছিলেন অজয় রাই| ২ লক্ষ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫.৮ লক্ষ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেছিলেন| শুক্রবারই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *