শ্রীলঙ্কায় ধারাবাহিক হামলা : দায় স্বীকার করল ইসলামিক স্টেট

কলম্বো, ২৩ এপ্রিল (হি. স.) : শ্রীলঙ্কায় রবিবারের সিরিয়াল বিস্ফোরণে মঙ্গলবার দায় স্বীকার করে নিল ইসলামিক স্টেট (আইএস)। এর আগে ন্যাশনাল তৌহিত জামাত (এনটিজে) বড় গির্জাগুলির পাশাপাশি কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছে এমন সন্দেহ করা হলেও, এদিন হামলার দায় স্বীকার করে নেয় আইএস। এর আগে এদিনই শ্রীলঙ্কার উপ-প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ক্রাইস্টচার্চের ঘটনার ‘প্রতিশোধ’ নিতেই রবিবার দেশের তিনটি বিলাসবহুল হোটেল ও পাঁচটি গির্জায় মোট আটটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আরও একটি বিস্ফোরনের পরিকল্পনা ছিল যা ব্যর্থ হয়।

উল্লেখ্য, ইন্টারপোল জামায়াত-উল-মুজাহিদিন নামে পরিচিত দ্বিতীয় চরমপন্থী দলের উপর দৃষ্টি নিবদ্ধ করে সম্ভাব্য আন্তর্জাতিক সংযোগ সনাক্ত করতে সহায়তা করার জন্য তদন্তে যোগদান করেছে। মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান উইজার্ভেরিন বলেন, স্থানীয় জিহাদি গোষ্ঠী এনটিজে ও জামায়াত-উল-মুজাহিদিনের তদন্তকারী তদন্তকারীরা তদন্ত করছেন। তিনি জানান, ইস্টার রবিবারে বোমা হামলা গত মাসে নিউজিল্যান্ডের দুই মসজিদের উপর সন্ত্রাসী হামলার ‘প্রতিশোধ’ হতে পারে। ইতিমধ্যেই ইসলামিক স্টেট শ্রীলঙ্কার সন্ত্রাসী বিস্ফোরণের দায় স্বীকার করেছে। রবিবারের হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জন। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন হয় দেশ জুড়ে। এরপর শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়, এ ধরনে ঘটনার পিছনে আইএস-র মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের মদত রয়েছে। ক্রাইস্টচার্চের বদলা হিসাবেও এই নাশকতা হতে পারে বলে মনে করছেন তাঁরা। এর আগে সরকারের মুখপাত্র তথা মন্ত্রী রাজিতা সেনারত্নে দাবি করেছিলেন, শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণে মূল অভিযুক্ত স্থানীয় জঙ্গি সংগঠন এনটিজে-এর পিছনে আন্তর্জাতিক শক্তি কাজ করতে পারে। উল্লেখ্য, দিন দশেক আগেই জঙ্গি হানার সতর্কতা করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *