BRAKING NEWS

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ২৯০, গ্রেফতার ২৪ জন সন্দেহভাজন

কলম্বো, ২২ এপ্রিল (হি.স.): ‘রক্তাক্ত’ শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে| শ্রীলঙ্কা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেল ও একটি চার্চে, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চ এবং বাটিকালোয়ার চার্চে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও জখম ও আহতের সংখ্যা প্রায় ৫০০ জন| আর তাই প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা সম্ভবত আরও বাড়তে পারে| কারণ, আহত ও জখমদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| সোমবার সকালে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শ্রীলঙ্কার গীর্জ এবং হোটেলে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০| জখম ও আহতের সংখ্যা প্রায় ৫০০|

ইস্টার সানডের সকালে শ্রীলঙ্কার গীর্জায় গীর্জায় প্রচুর মানুষের ভিড় ছিল, উত্সব-ছুটির আনন্দ মহূর্তের মধ্যে বদলে যায়| রবিবার সকাল পৌনে ন’টা নাগাদ প্রথমে বিস্ফোরণের খবর পাওয়া যায়| কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেল ও একটি গীর্জায়, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চ এবং বাটিকালোয়ার চার্চে ভয়াবহ বিস্ফোরণ ঘটে| আর্তনাদ, চিত্কার, দেহাংশের স্তূপে আনন্দ ফিকে হয়ে যায়| আত্মঘাতী বিস্ফোরণ, নাকি জঙ্গি হানা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়| দুপুরের দিকে ফের দু’টি বিস্ফোরণে শব্দ শোনা যায়| সবমিলিয়ে আটটি বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা| শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রবিবারের হামলার ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জন সন্দেহজনককে গ্রেফতার করা হয়েছে| আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *