BRAKING NEWS

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মনোনয়ন বৈধ : ঘোষণা আমেঠির রিটার্নিং অফিসারের

লখনউ, ২২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মনোনয়ন পত্র নিয়ে অবশেষে জট কাটল। সোমবার আমেঠি কেন্দ্রে রাহুল গান্ধীর মনোনয়ন বৈধ ঘোষণা করলেন আমেঠির রিটার্নিং অফিসার। আমেঠিতে রাহুলের প্রার্থী পদের মনোনয়ন নিয়ে অসঙ্গতির অভিযোগ করেছিলেন নির্দল প্রার্থী ধ্রুব লাল। সেই নিয়ে রাহুল গান্ধীর মনোনয়নের বৈধতা আরও একবার পরীক্ষা করার দাবি করেন তিনি। এরপর এদিন তাঁর নাগরিকত্ব নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস সভাপতির মনোনয়ন বৈধ বলে জানিয়ে দিলেন রিটার্নিং অফিসার রাম মনোহর মিশ্র।

ঘোষণার আগেই এদিন রাহুল গান্ধীর আইনজীবী কে সি কৌশিক বলেন, “কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এম.ফিল উত্তীর্ণ হন রাহুল গান্ধী, আমি তাঁর সংসাপত্রের একটি কপি পেশ করেছি। রউল ভিন্সি কে বা কোথা থেকে এসেছেন আমি জানি না।” প্রসঙ্গত, আমেঠিতে রাহুলের প্রার্থী পদের মনোনয়ন নিয়ে অসঙ্গতির অভিযোগ করেন নির্দল প্রার্থী ধ্রুব লাল। ধ্রুব লালের আইনজীবী রবি প্রকাশ জানান, ইংল্যান্ডে পেশ করা একটি শংসাপত্রে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী। একজন অ-ভারতীয় নাগরিক কী করে দেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শনিবার রাহুল গান্ধীর আমেঠি কেন্দ্রে মনোনয়ন পত্রের বৈধতা যাচাইয়ের উপর স্থগিতাদেশ জারি করেন উত্তরপ্রদেশের আমেঠির রিটার্নিং অফিসার রাম মনোহর মিশ্র। তাঁর নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে অভিযোগ ওঠায় ২২ এপ্রিল পর্যন্ত তা স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। এদিন কংগ্রেস সভাপতির পক্ষের আইনজীবী কে সি কৌশিক জানান, “রাহুল গান্ধী ভারতে জন্মগ্রহণ করেন এবং তাঁর ভারতীয় পাসপোর্ট রয়েছে, তিনি অন্য কোনও দেশের নাগরিকত্ব কখনওই গ্রহণ করেননি। তাঁর পাসপোর্ট, ভোটার আইডি এবং আয়কর, সমস্তই ভারতের।” এরপরই আমেঠি কেন্দ্রে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন আমেঠির রিটার্নিং অফিসার রাম মনোহর মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *