BRAKING NEWS

আগরতলায় চুরি যাওয়া ৫১টি জলের মিটার-সহ আটক দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ আগরতলা পুরনিগমের পরিস্রুত পানীয়জল সরবরাহকারী মিটার চোরচক্রের দুই চাঁইকে গ্রেফতার করছে পুলিশ৷ রবিবার প্রথমে এই চোরচক্রের অন্যতম এক সদস্য তাপস দাসকে বটতলা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে৷ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সুদীপ দেবনাথ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ জয়নগর এলাকা থেকে আটক করেছে বলে সংমবাদ মাধ্যমকে জানান পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী৷


তিনি জানান, আজ মোট ৫১টি মিটার পাওয়া যায়৷ এক-একটি মিটারের বাজারমূল্য ১,৪০০ টাকা৷ আগরতলা শহরকে স্মার্টসিটি করার অঙ্গ হিসেবে ২৪ ঘণ্টা পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য প্রতিটি বাড়িতে জলের মিটার বসানোর কাজ চলছে৷ বাড়ি বাড়ি গিয়ে পুরনিগম কর্তৃক উন্নতমানের ব্রঞ্জ দিয়ে তৈরি জলের মিটার বসানো হচ্ছে৷ কিন্তু সম্প্রতি বেশ কিছু এলাকা থেকে এই সব মিটার চুরির অভিযোগ থানায় জমা হচ্ছে বলে জানান ওসি চক্রবর্তী৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই সাফল্য পেয়েছ৷
পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী আরও জানান, পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে এবং প্রথমে তাপস দাসকে গ্রেফতার করে৷ তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সুদীপ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে৷ সুদীপের দোকান ও বাড়ি থেকে এই মিটারগুলি উদ্ধার হয়েছে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *