BRAKING NEWS

অজয় নায়েকের অপসারণের দাবি নিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের

কলকাতা, ২১ এপ্রিল (হি.স) : রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েককে অপসারণের দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালো রাজ্য তৃণমূল –কংগ্রেস | পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতির সঙ্গে বিহারের তুলনা করাতেই এদিন নায়েকের বিরোধিতা করে তৃণমূল |

নির্বাচনের পরিস্থিতি প্রসঙ্গে অজয় নায়েক মন্তব্য করে বলেন, ‘দশ বছর আগের বিহারের মতো পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি | ১০ বছর আগে বিহারের যে পরিস্থিতি দেখেছিলাম, সেটাই এখন পশ্চিমবঙ্গে ঘটছে । সে কারণেই এত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে । এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গণতন্ত্রের পক্ষে শুভ নয় । এত আধা সেনা মোতায়েন করে ভোটগ্রহণ অভিপ্রেত নয়’।

এদিন অজয় নায়েকের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে, উল্টে বিশেষে পর্যবেক্ষকের নামে অভিযোগ জানায় তারা | চিঠিতে তৃণমূলের অভিযোগ, ‘শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটদানের পথে ভয়ের পরিবেশ তৈরি করছেন বিশেষ পর্যবেক্ষক । আরএসএস ও বিজেপির সঙ্গে তাঁর রাজনৈতিক যোগ রয়েছে । রাজনৈতিক বসদের কথায় কাজ করেছেন । তাঁর পক্ষে নিরপেক্ষ হয়ে কাজ করাটা কতটা সম্ভব তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছেন । রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন নায়েক । সুষ্ঠ ভোটের লক্ষ্যে তাঁকে অবিলম্বে সরানো হোক’ । অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলেও এই চিঠিতে দাবি জানায় তৃণমূল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *