BRAKING NEWS

কং-এর সমর্থনে ভোট চাইছে জঙ্গি সংগঠন, কমিশনে অভিযোগ জানিয়েও প্রতিকার নেই, অসন্তুষ্ট বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ রাজ্যে কংগ্রেসের সমর্থনে ভোট চাইছে জঙ্গি সংগঠন এনএলএফটি৷ নির্বাচন কমিশনে লিখিত এবং অডিও ফুটেজ-সহ অভিযোগ জানানো সত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ তাই অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি৷


রবিবার বিজেপি-র প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, নিরাপত্তার প্রশ্ণে পূর্ব আসনে ভোট পিছিয়েছে৷ কিন্তু আবারও ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে৷ নির্বাচন কমিশন সব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷


নবেন্দুর দাবি, এটিটিএফ অনেক আগে থেকেই কংগ্রেসকে নির্বাচনে মদত দিচ্ছে৷ বৈরি সংগঠনটির প্রধান রঞ্জিত দেববর্মাকে প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে ঘোরাফেরা করতে দেখা গেছে৷ কিন্তু এখন সবচেয়ে চিন্তার বিষয় হল, নিষিদ্ধ ঘোষিত বৈরি সংগঠন এনএলএফটি কংগ্রেসের সমর্থনে ভোট চাইছে৷ নবেন্দুর অভিযোগ, এনএলএফটি সচিব উৎপল দেববর্মা ওরফে ডি উথুই জনজাতিদের উদ্দেশ্যে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ভাষণ দিয়েছে৷ বিষয়টি নির্বাচন কমিশনে প্রমাণ-সহ জানানো হয়েছে৷ কিন্তু কমিশনের এ-বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন নবেন্দুবাবু৷


তাঁর কথায়, উগ্রবাদীরা নির্বাচনে জড়িয়ে পড়েছে৷ তবু কমিশনের কোনও হেলদোল নেই৷ নিরাপত্তার প্রশ্ণে ভোট পিছিয়েছে৷ অথচ, উগ্রবাদীদের হঠাৎ গতিবিধি জনমনে উৎকণ্ঠার সৃষ্টি করেছে৷ ভোট আবারও পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের আভাস মিলছে৷
কমিশনের উদ্দেশ্যে নবেন্দু বলেন, ২৩ এপ্রিল ভোট সুনিশ্চিত করুন৷ কারণ, ভোট আবার পিছিয়ে গেলে ভোটকর্মী-সহ অনেককে সমস্যার মুখে পড়তে হবে৷


বিজেপি মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরে চক্রান্ত শুরু হয়েছে৷ নির্বাচন কমিশন বিভ্রান্ত হয়ে পড়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, ঘনঘন ভোল বদল করছেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ পশ্চিম আসনে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে ঘোষণা করে এখন তিনি তাঁর বয়ান পাল্টাচ্ছেন৷ নবেন্দুর কথায়, নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করছি না৷ তবে, কমিশনের ভূমিকায় সন্তুষ্টও হতে পারছি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *