BRAKING NEWS

বুথে গন্ডগোল : উদয়পুর ও শান্তিরবাজারে গ্রেপ্তার আট

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ এপ্রিল৷৷ বুথ দখলের ঘটনার অভিযোগ কাকড়াবন শালগড়া বিধানসভা কেন্দ্রের ১৮ নং বুথের কুশামারা গ্রাম পঞ্চায়েতের বাবুল ভৌমিক এবং সঞ্জিত শীলকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাদের আদালতে সোপর্দ করা হলে তারা জামিনে মুক্তি পায়৷ তাছাড়া দিলীপ ঘোষ এবং নলিনী চাকমা নামে দুজন প্রিসাইডিং অফিসারকেও নোটিশ পাঠানো হয়েছে৷ তাদের আদালতে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়৷ যদিও তারা গা ঢাকা দিয়েছে৷ বাবুল এবং সঞ্জিতকে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট ১৯৫১ এর ১৩৫(এ) ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্র মারফত আরও জানা গিয়েছে, আরও বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসার এবং মাইক্রো অবজারভারের বিরুদ্ধে শোকজ নোটিশ জারী করা হচ্ছে খুব শীঘ্রই৷

এদিকে, শান্তিরবাজার থানার পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে৷ তারা হলেন প্রিসাইডিং অফিসার রঞ্জিত দে, মাইক্রো অবজারভার গৌরব সাহা, পুলিং অফিসার শম্ভু নাথ চৌধুরী, পোলিং অফিসার শঙ্কর মজুমদার, পোলিং অফিসার সুকুমার শীল এবং ক্যামেরাম্যান অনুকূল দত্ত৷ তাদের বিরুদ্ধে উদয়পুরের এসিস্টেন্ট রিটার্নিং অফিসার নোটিশ জারি করেছিল এবং সেই মোতাবেক তাদের পুলিশ গ্রেপ্তার করেছে৷ জানা গিয়েছে, ৩৫ বিলোনীয়া বিধানসভা কেন্দ্রের ৫০ নং সোনারটিলা বুথে গন্ডগোলের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *