BRAKING NEWS

বীর চক্রের জন্য অভিনন্দনের নাম প্রস্তাব করল বায়ুসেনা

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : যুদ্ধকালীন পরিস্থিতিতে অসাধারণ বীরত্ব দেখানোর জন্য দেশের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান বীর চক্রের জন্য উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের নাম প্রস্তাব করাল ভারতীয় বায়ুসেনা।

পাশাপাশি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য ১২টি মিরাজ ২০০০ বিমানের পাইলটদের জন্য বায়ুসেনা মেডেলের জন্য প্রস্তাব করা হয়েছে বায়ুসেনার তরফে।
বালাকোটে এয়ারস্ট্রাইকের পর ২৭ ফেব্রুয়ারি আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানের অত্যাধুনিক এফ ১৬ যুদ্ধবিমান। পুরনো মিগ ২১ বাইসন নিয়ে সেই বিমানকে ধাওয়া করেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। দুরন্ত রণকৌশলের নজির গড়ে এফ ১৬ ধ্বংস করেন অভিনন্দন। পরে পাকিস্তানের সেনা হাতে ধরা পড়েন অভিনন্দন। পাকিস্তানের হাত থেকে ছাড়া পেয়ে দীর্ঘদিন দিল্লিতে চিকিৎসা হয় তাঁর। এফ ১৬ ধ্বংস করে কীর্তি গড়ার জন্য তাঁর নাম বীর চক্রের জন্য বায়ুসেনার তরফ থেকে প্রস্তাব করা হয়েছে।

বর্তমান কাজে যোগ দিয়েছেন অভিনন্দন। তাঁকে আরও বেশি গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটিতে বদলি করা হয়েছে। নিরাপত্তা জনিত কারণে সেই ঘাঁটি নাম প্রকাশ্যে আনা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *