কলম্বোয় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা : সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.) : ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬জন, যার মধ্যে ৩৫জন বিদেশি৷ আহত প্রায় ৪৫০৷ এদিকে এই বিস্ফোরণে কোনও ভারতীয় আহত কিংবা নিহত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ইতিমধ্যে ট্যুইট করে ঘটনার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন তিনি ট্যুইটে জানান, কলম্বোয় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা হচ্ছে।

রবিবার ইস্টারের প্রার্থনা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। বিস্ফোরণ হয় কোচিকাড়ের সেন্ট অ্যান্টনি চার্চ, কাটুয়াপিট্টিয়ার সেন্ট সেবাস্টিয়ান চার্চ, বাট্টিকোলাওয়ের জিওন চার্চে। পাশাপাশি কলম্বোর শাঙ্গরিলা হোটেল, সিনেমন গ্যাকান্ড হোটেল এবং কিংসবুরি হোটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার ধারাবাহিক এই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬। যার মধ্যে ৩৫জন বিদেশি৷ আহত প্রায় ৪৫০৷ এদিকে এই বিস্ফোরণে কোনও ভারতীয় আহত কিংবা নিহত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কারন কর্মসূত্রে ভারত মহাসাগরের ছোট এই দ্বীপ রাষ্ট্রে থাকেন বহু ভারতীয়।
এবিষয়ে ইতিমধ্যে টুইট করে ঘটনার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি টুইটে জানান, কলম্বোয় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা হচ্ছে। কয়েকটি আপদকালীন ফোন নম্বরও শেয়ার করা হয়েছে ওই টুইটে।

কলম্বোস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানান হয়েছে ঘটনার প্রতি গভীর নজর রাখা হচ্ছে | কয়েকটি আপদকালীন ফোন নম্বরও শেয়ার করে ভারতীয় হাইকমিশন বলেন, ভারতীয় নাগরিকদের সহায়তা বা সাহায্যের জন্য তত্পর রয়েছে দূতাবাস | কোনওরকম সাহায্য ও তথ্যের প্রয়োজন হলে নিম্নলিখিত নম্বর গুলিতে যোগাযোগ করতে পারেন: +৯৪৭৭৭৯০৩০৮২, +৯৪১১২৪২২৭৮৮, +৯৪১১২৪২২৭৮৯ এবং +৯৪৭৭২২৩৪১৭৬
এদিকে, শ্রীলঙ্কার এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বিস্ফোরণের নিহতদের স্মৃতির প্রতি শোক প্রকাশ করে ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ট্যুইটারে লেখেন, কলম্বোয় ইস্টারের প্রার্থনায় একাধিক বিস্ফোরণের খবর পেয়ে আমি স্তম্ভিত ও দুঃখিত। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *