BRAKING NEWS

অমরপুরে নাশকতার আগুনে পুড়ল দুটি গাড়ি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ নির্বাচনি প্রহসন এবার অমরপুরেও৷ লোকসভা নির্বাচনের প্রচার মুখ্যমন্ত্রীর অমরপুর সফরের প্রাক্ মুহুর্তে নাশকতার আগুনে পুড়ে ছাই হলো দুটি গাড়ি৷ ঘটনা অমরপুর মহকুমার প্রাণকেন্দ্র তথা অমরপুর মোটরস্ট্যান্ড এলাকার, অমরপুর-উদয়পুর প্রধান সড়কের পাশে৷


ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক ২টা নাগাদ বিপ্লব সেন ও সুব্রত রাহা নামে মহকুমার দুই ঠিকেদারের ট্রিপরা ও মালবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেয় দুষৃকতিকারীরা৷ ঘটনার আচঁ পেয়ে এলাকাবাসী সঙ্গে সঙ্গে অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে৷ এলাকাবাসীর কাছে খোঁজ খবর নিয়ে জানা যায়, উক্ত দুই ঠিকেদার বাম রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন৷ বর্তমানে উনার পারিবারিক কারণে রাজধানীতে বসবাস করেন৷ ঘটনার খবর পেয়ে উক্ত দুই ঠিকেদার মহকুমার ছুটে আসেন৷ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেন৷


মুখ্যমন্ত্রীর মহকুমার সফরের ঠিক প্রাক্ মুহুর্তে যখন আরক্ষাবাহিনীর টহলদারি জোড় কদমে চলছে মহকুমার অলি-গলি থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে, ঠিক তখনই মহকুমার প্রানকেন্দ্রে ঘটে যাওয়া এহেন নাশকতার ঘটনায় মহকুমার আইন-শৃঙ্খলা প্রশ্ণ চিহ্ণের মুখে এসে দাড়িয়েছে বলে অভিমত মহকুমাবাসীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *