BRAKING NEWS

দেশে পরিবারতান্ত্রিক রাজনীতি একেবারে অচল, দাবি জেটলির

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : দেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতিতে পরিবারতান্ত্রিক রাজনীতি একেবারে অচল। শনিবার নিজের লেখা ব্লগে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি।

নাম না করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে কটাক্ষ করে নিজের ব্লগে অরুণ জেটলি লেখেন, আর্থ-সামাজিক দিক দিয়ে ভারত এগিয়ে চলেছে। এমন পরিস্থিতিতে পরিবারতন্ত্রকে মেনে নিতে অসুবিধা হবে বর্তমান প্রজন্মের। পরিবারতন্ত্রের বর্তমান প্রজন্ম কংগ্রেসের কাছে আর সম্পদ নয় দায় হয়ে পড়েছে। কংগ্রেসের বর্তমান প্রজন্ম যদি ৪৪ বা ৬০টি আসন দেয়। তা কংগ্রেসকর্মীদের কাছে অমর্যাদার বিষয়। পরিতান্ত্রিক দলগুলিতে কর্মীদের রাজনৈতিক দাসত্বে পরিণত হতে হয়।

রাহুল গান্ধীকে ঠেস দিয়ে অরুণ জেটলি নিজের ব্লগে লিখেছেন, এই সকল কংগ্রেসকর্মীরা এখন বিজেপির মতো দলগুলির দিকে তাকিয়ে যেখানে পুরুষ ও মহিলা নির্বিশেষে প্রতিভার নিরিখে সকলকে সমান গুরুত্ব দেওয়া হয়। বিজেপির দুইজন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদী। যারা নিজেদের প্রজন্মের শ্রেষ্ঠ নেতা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *