BRAKING NEWS

ওষুধ কেলেংকারী বর্ধমান ফার্মার বিরুদ্ধে তদন্তে সম্মতি সিবিআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ ওষুধ কেলেঙ্কারির মামলায় বর্ধমান ফার্মার বিরুদ্ধে তদন্তে সিবিআই সম্মতি দিয়েছে৷ এবিষয়ে ডাঃ অশোক সিন্হা জানিয়েছেন, রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ ওষুধ কেলেঙ্কারির মামলায় সিবিআই তদন্ত হাতে নিয়েছে৷ তিনি জানান, উচ্চ আদালত এই মামলায় তদন্তের দায়ভার রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিল৷ রাজ্য সরকার মামলাটি সিবিআই’র কাছে পাঠিয়েছিল৷ সিবিআই মামলার গুরুত্ব অনুধাবন করে তদন্তে সম্মতি জানিয়েছে৷


পূর্বতন সরকারের আমলে বর্ধমান ফার্মা থেকে ওষুধ ক্রয় নিয়ে কেলেঙ্কারি মামলা হয়েছিল৷ ভেজাল ওষুধ নিয়ে ওই সময় রাজ্যে তোলপাড় অবস্থা হয়েছিল৷ মামলা চলাকালীন বর্ধমান ফার্মা কালো তালিকাভূক্ত হয়েছিল৷ ডাঃ অশোক সিন্হার মামলাটি উচ্চ আদালতে দীর্ঘ শুনানি হয়৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওই মামলায় উচ্চ আদালত তদন্তের ভার রাজ্য সরকারের হাতে তুলে দেয়৷ জানা গেছে, রাজ্য সরকার বর্ধমান ফার্মার বিরুদ্ধে ভেজাল ওষুধ সরবরাহ নিয়ে তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠায়৷ রাজ্য সরকার সিবিআইকে দিয়ে এই মামলায় তদন্তের সুপারিশ করে৷ মামলার গুরুত্ব অনুধাবন করে সিবিআই তদন্তে সম্মতি জানায়৷ ডাঃ সিন্হা জানিয়েছেন, খুব শীঘ্রই বর্ধমান ফর্মার ভেজাল ওষুধ কান্ডে রাঘব বোয়ালরা সিবিআই’র জালে উঠতে চলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *