পাকিস্তান মন্ত্রিসভার রদবদল : আভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ইজাজ শাহ

ইসলামাবাদ, ১৯ এপ্রিল (হি.স.): পাকিস্তান মন্ত্রিসভার রদবদলের একদিন পরই, শুক্রবার সকালে পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) ইজাজ আহমেদ শাহ| আভ্যন্তরীণ মন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার জন্য শুক্রবার সকালেই প্রধানমন্ত্রী সচিবালয়ের আর ব্লকে অবস্থিত আভ্যন্তরীণ মন্ত্রকের অফিসে পৌঁছন ইজাজ আহমেদ শাহ| এরপর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের আভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার বুঝে নেন ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) ইজাজ আহমেদ শাহ|

প্রসঙ্গত, বৃহস্পতিবার পাকিস্তান মন্ত্রিসভার রদবদল করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান| অর্থমন্ত্রী আসাদ উমরের প্রস্থানের পর অর্থসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন হাফিজ শেখ| এবার আভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার বুঝে নেন ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) ইজাজ আহমেদ শাহ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *