BRAKING NEWS

মোদীর কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে না : কুমারস্বামী

বেঙ্গালুরু, ১৯ এপ্রিল (হি.স.): সপ্তদশ সাধারণ নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। বৃহস্পতিবার কর্ণাটকের বাগলকোটে নির্বাচনী জনসভা থেকে ভারতীয় সেনার অপমান করা প্রসঙ্গে কুমারস্বামীকে কড়া ভাষায় “দেশপ্রেমিক নন” বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই পাল্টা জবাবে শুক্রবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কুমারস্বামী বলেন, “মোদীর কাছ থেকে আমাকে দেশপ্রেম শিখতে হবে না। সেটা আমাদের ঐতিহ্য।”

এদিন এইচ ডি কুমারস্বামী বলেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছেন আমি দেশপ্রেমিক নই। মোদীর কাছ থেকে আমাকে দেশপ্রেম শিখতে হবে না। যখন দেবেগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরে একটিও বিস্ফোরণ বা সন্ত্রাসী হামলা হয়নি। এটি আমাদের ঐতিহ্য। তাই আমাকে কলঙ্কিত করার কোনও অধিকার আপনার নেই।” বৃহস্পতিবারের সভা থেকে কর্ণাটকের কংগ্রেস-জেডিএস সরকারকে চূড়ান্ত কটাক্ষ প্রধানমন্ত্রী বলেছিলেন, “আপনারা যদি শক্তিশালী সরকার দেখতে চান তাহলে দিল্লির দিকে তাকান। যদি ‘মজবুর’ সরকার দেখতে চান তাহলে কর্ণাটকের দিকে তাকান। কংগ্রেস ‘মজবুর’ সরকার চায়। তাই ভোটারদের ‘মজবুর’ কুমারস্বামীর দিকে তাকাতে বলছে। এখানকার মুখ্যমন্ত্রী বলেন যারা দু-বেলা খেতে পান না তাঁরা সেনাবাহিনীতে যোগ দেন। এটা আমাদের বীর সেনাদের প্রতি অপমান নয়? এইভাবে ভোট চাইবেন?” তারই পাল্টা এদিন মোদীকে আক্রমণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *