BRAKING NEWS

ছয় দিনে তিন পাচারকারী সহ প্রচুর পাচার সামগ্রী আটক করেছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ নির্বাচনী পরিবেশে পাচারকারীরাও যথেষ্ট সক্রিয়৷ তার প্রমাণ পাওয়া গিয়েছে বিএসএফ’র ধারাবাহিক অভিযানে উদ্ধার প্রচুর পাচার সামগ্রী আটকের ঘটনায়৷ ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ত্রিপুরায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে বিএসএফ ১৬টি গবাদী পশু, ৪৬.৯ কেজি গাঁজা ২৫৮৪ কেজি চা উদ্ধার করেছে৷ মঙ্গলবার পাচারের সময় ১১ কেজি গাজা, একটি মোবাইল সহ এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ৷ তাতে, স্পষ্ট নির্বাচনী ডামাঢোলে পাচারকারীরাও নিজেদের গতিবিধি বন্ধ রাখেনি৷ সারা ত্রিপুরায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন সত্বেও ক্রমাগত পাচার চলছে৷

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনৈক আধিকারীক জানিয়েছেন, মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্র্তী নিদয়া সীমান্ত এলাকা দিয়ে পাচারের খবর পাওয়া গিয়েছিল৷ পিলার নং ২১০৩/১৩এস সংলগ্ণ কাটাতারের বেড়া কেঁটে পাচারকারীরা সীমান্তের ওপারে পাচার সামগ্রী পৌছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা সেখানে ছুটে যান৷ কাঁটাতারের বেড়ার কাছাকাছি যেতেই পাচারকারীরা প্রতিরোধ গড়ে তুলে৷ কিন্তু বিএসএফ জওয়ানরা তাদের প্রতিরোধ বেধ করে একজন ভারতীয় পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছেন৷ বাকি পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ওই আধিকারীক জানিয়েছেন, ধৃত পাচারকারীর পরিচয় শনাক্ত হয়েছে৷ তার নাম ওয়াসিম আক্রম(২৫)৷ সিপাহীজলা জেলার কাঞ্চিগঞ্জতুলা এলাকার বাসিন্দা সে৷ বিএসএফ তার সাথে ১১ কেজি গাঁজা এবং মোবাইল আটক করেছে৷ পরে তাকে যাত্রাপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

বিএসএফ আধিকারীকের দাবি, সীমান্তে কড়া পাহাড়া দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷ তাই, প্রচুর পরিমানে গাঁজা, ফেন্সিডিল, গবাদি পশু, চা, কাপড় ইত্যাদি ক্রমাগত পাচারের সময় উদ্ধার করা সম্ভব হচ্ছে৷ তিনি জানান, ত্রিপুরায় গত ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুইজন পাচারকারীকে বিএসএফ জওয়ানরা আটক করেছেন৷ তাদের সাথে ১৬টি গবাদি পশু যার বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার টাকা, ৪৬.৯ কেজি গাঁজা যার বাজার মূল্য ২ লক্ষ ৩২৪ হাজার ৫০০ টাকা এবং ২৫৮৪ কেজি চা যার বাজার মূল্য ৪ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরাকে মাদকমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গিকার নিয়েছে বিএসএফ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *