৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তাইওয়ান, তাইপেইতে কাঁপল ঘর-বাড়ি

তাইপেই, ১৮ এপ্রিল (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তাইওয়ানের উপকূলবর্তী শহর হুয়ালিয়েন| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১| ভূমিকম্পের তীব্রতায় তাইওয়ানের রাজধানী তাইপেইতে কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি| সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হয় ভূগর্ভস্থ যান চলাচল| যদিও, শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পূর্ব তাইওয়ান| ভূমিকম্পের উত্সস্থল ছিল পূর্ব তাইওয়ানের উপকূলবর্তী শহর হুয়ালিয়েন-এ, ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে| প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই তাইওয়ানের রাজধানী তাইপেইতে কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি| আতঙ্ক-প্রাণভয়ে মানুষজন ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান| ভূমিকম্পের সময় পূর্ব ইয়িলান কাউন্তিতে ক্লাস চলছিল| কম্পন অনুভূত হওয়া পড়ুয়ারা ক্লাসরুমের বাইরে বেরিয়ে আসে| তাইপেইতে সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হয় ভূগর্ভস্থ সার্ভিস| ভূমিকম্পের তীব্রতায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *