BRAKING NEWS

নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে চিত্রনির্মাতা রীতেশ বাত্রার সিনেমা ‘ফটোগ্রাফ’

মুম্বই, ১৬ এপ্রিল (হি. স.) : আগামী ১৯তম বার্ষিক নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে চিত্রনির্মাতা রীতেশ বাত্রার সিনেমা ‘ফটোগ্রাফ। ওই ফিল্ম ফেস্টিভালের আয়োজকেরা ঘোষণা করেছেন, বার্ষিক অনুষ্ঠানটি চলবে মে মাসের এক সপ্তাহব্যাপী। এবং সেখানে তিনটি ভারতীয় সিনেমা দেখানো হবে। ৭মে শুরু হয়ে চলচ্চিত্র উৎসব চলবে ১২মে পর্যন্ত। অনুষ্ঠানটি হবে ম্যানহাটনের ভিলেজ ইস্ট সিনেমায়। তিনটি চলচ্চিত্র হল— ‘স্যার’, ‘ফটোগ্রাফ’ এবং ‘দ্য লাস্ট কালার’ । প্রতিটি সিনেমার পরিচালকদের সঙ্গে কথোপকথনের জন্য আলাদা সময় বরাদ্দ থাকবে।

৭ তারিখ দেখানো হবে রুহিনা গেরার সিনেমা ‘স্যার’। কান ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল। বিষয়বস্তু হলো একজন অবস্থাপন্ন ব্যক্তি তার বাড়ির বিধবা পরিচারিকার প্রেমে পড়ে যান। এরপরে গল্পের নানা মোড় আসে। ‘ফটোগ্রাফ’ সিনেমাটি দেখানো হবে ১০ মে। রীতেশ বাত্রার এই সিনেমাটি মুম্বইয়ের একজন স্ট্রাগলিং স্ট্রীট ফটোগ্রাফারের গল্প। সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং সানিয়া মালহোত্রা রয়েছেন। গল্পটি আদতে আদ্যন্ত ভালোবাসার গল্প। বিকাশ খান্না পরিচালিত ‘দ্য লাস্ট কালার্স’ সিনেমাটি দিয়ে চলচ্চিত্র উৎসব এ বারের মতো শেষ হবে। গল্পটি ছোটি নামে একটি ন’বছরের মেয়ের। সে দড়ির উপরে বিপজ্জনকভাবে খেলা দেখায়। ছোটি ও তার বন্ধু নূর কী ভাবে ভারতের বেনারস শহরে জীবনের সংগ্রাম চালায় সেই নিয়েই গল্পটি। এই চলচ্চিত্র উৎসব এর ডিরেক্টর অসীম ছাবড়া জানিয়েছেন, ভারতের নতুন সিনেমার মধ্যে থেকে কয়েকটিকে বেছে নিতে পেরে আমরা গর্বিত। তিনি আরও বলেন, ‘‘এই অসামান্য নামগুলিই সিনেমাগুলির সৌন্দর্য, শক্তি এবং ঔজ্জ্বল্যকে প্রকাশ করছে। তিনটি সিনেমারই গল্প বলার ধরনটা অসামান্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *