BRAKING NEWS

আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে বাংলা নববর্ষ পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের অফিস প্রাঙ্গনে রবিবার যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ পালন করা হয়৷ এ উপলক্ষ্যে সহকারী হাই কমিশনার অফিস প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ বাংলা নববর্ষ অনুষ্ঠানে সহকারী হাইকমিশনা কিরীটি চাকমা সহ আধিকারিক ও ভিসা অফিসের অন্যান্য কর্মী ও সংশ্লিষ্টদের পরিবারের লোকজনরা অংশ নেন৷

সঙ্গীত, নৃত্য, আলোচনা ও বঙ্গীয় ভাবধারায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে রবিবার১৪২৬ বাংলাকে স্বাক্ষাত জানানো হয়৷ এ উপলক্ষ্যে বাংলা ভাষাভাষী হিন্দু, মুসলীম, জাতি উপজাতি সকল ধর্ম বর্ণের মানুষজন নানা অনুষ্ঠানে শামিল হন৷ পুরানা বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতিটি ঘরে ঘরে মুখরোচক নানা খাবারের আয়োজনও করা হয়৷ ভোজন রসিক বাঙাসীরা দিনটিকে বেশ আমেজপূর্ণ ভাবেই পালন করেন৷ আগরতলায় অবিস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনারে অফিসেও দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে৷ এ উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা৷ তিনি দিবসটির তাৎপর্য ও বাংলা ভাষাভাষীদের জীবনে শুভ নববর্ষের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন৷

নববর্ষের স্বাগত জানাতে সহকারী হাইকমিশনার অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নানা উপস্থিত সকলের হৃদয় জয় করেছে৷ সত্যিকারের বাঙালীয়ানার চিত্রপরিস্ফুটিত হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *