BRAKING NEWS

বাংলা নববর্ষের আগে মজুরি নিয়ে রেগা শ্রমিকরা সমস্যায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ বাংলা বছর শেষে রেগার মজুরি প্রাপ্তি নিয়ে শ্রমিকরা মহা সমস্যার পড়েছেন৷ অমরপুর বিধানসভা কেন্দ্রের নতুন বাজারে রেগা শ্রমিকরা শুক্রবার সকাল থেকে ব্যাঙ্কে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷ কিন্তু, আজ তাদের মজুরি মিটিয়ে দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে৷ কারণ, ব্যাঙ্কে কর্মী স্বল্পতা রয়েছে৷ ফলে, দেড় হাজারের অধীক রেগা শ্রমিকদের মজুরি আজ মিটিয়ে দেওয়া সম্ভব হবে না বলেই মনে হচ্ছে৷ সেক্ষেত্রে বাংলা নববর্ষে আনন্দ উল্লাসে ভাঁটা পড়তে পারে রেগা শ্রমিকদের৷ কারণ, শনিবার থেকে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ তাই, রেগা শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে৷

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে নতুন বাজার এলাকায় রেগা শ্রমিকরা বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছিলেন৷ কিন্তু, অর্থের সংকুলান না হওয়ায় রেগায় মজুরি মিটিয়ে দেওয়া হচ্ছিলনা৷ শুক্রবার সকালে রেগা শ্রমিকরা জানতে পারেন আজ তাদের মজুরি প্রদান করা হবে৷ সেই খবর পেয়েই দেড় সহশ্রাধিক রেগা শ্রমিক নতুন বাজার ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে এসে হাজির হন৷

ব্যাঙ্কের এই শাখার অধীন নতুন বাজার এলাকায় প্রায় ৯টি গ্রামপঞ্চায়েতের রেগা শ্রমিক রয়েছেন৷ সকাল ৮টা থেকে ব্যাঙ্কের বাইরে রেগা শ্রমিকরা ভিড় করতে শুরু করেন৷ ব্যাঙ্ক খোলার পর রেগার মজুরি দেওয়া শুরু হলেও ব্যাঙ্ক কর্মীরা গরিমসি করছেন বলেও অভিযোগ উঠেছে৷ জনৈক রেগা শ্রমিক জানিয়েছেন, ব্যাঙ্কের তরফে মর্জি মাফিক মজুরি প্রদান করা হচ্ছে৷ তাতে, অনেক রেগা শ্রমিক মজুরি পাচ্ছেন না৷ ফলে, বিক্ষোক্ষ চরম আকার ধারণ করে৷ তবে, রেগা শ্রমিকরা শান্তি বজায় রেখেই মজুরি নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন৷

এদিকে, রেগা শ্রমিকদের মজুরি দিতে গিয়ে অন্যান্য গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছিলেন৷ জনৈক রেগা শ্রমিক জানিয়েছেন, আজ মজুরি মিললে বাংলা নববর্ষে সন্তানদের নতুন জামা কিনে দেবেন৷ কিন্তু, তিনি নিশ্চিত নন আদৌ আজ মজুরি মিলবে কিনা৷ রাত ৮টা নাগাদ শেষ পাওয়া খবরে জানা গেছে, প্রচুর রেগা শ্রমিক এখনও মজুরির জন্য ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন৷ জনৈক ব্যাঙ্ক কর্মী জানিয়েছেন, সমস্ত রেগা শ্রমিকদের মজুরি মিটিয়ে দিতে রাত ১২টা বাজতে পারে৷ কিন্তু, ততক্ষন কর্তৃপক্ষ ব্যাঙ্ক খোলা রাখবেন কিনা তা তিনি নিশ্চিত ভাবে বলতে পারেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *