BRAKING NEWS

প্রার্থীর ওপর হামলা, নির্বাচন কমিশনে নালিশ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রসাদ দত্তের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে সিপিআইএম৷ ই-মেলের মাধ্যমে লিখিত অভিযোগে বলা হয়েছে, গতকাল শনিবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শঙ্করপ্রসাদ দত্তের ওপর পর পর তিনবার হামলা করা হয়েছে৷ তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে৷ আগরতলায় ত্রিপুরা রাজ্য মুখ্য নির্বাচনি আধিকারিক শ্রীরাম তরণীকান্তের সঙ্গে দেখা করেও অভিযোগের প্রতিলিপি দিয়েছে সিপিইএম৷

সোমবার এই খবর দিয়ে সিপিআইএম-এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, তাঁরা আশঙ্কা করছেন রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দেবে না শাসকদল তাদের মদতপুষ্ট দুষৃকতী৷ সব ঘটনা শোনে শ্রীরাম তরণীকান্ত নাকি তাঁদের আশ্বস্ত করেছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর৷ বামফ্রন্টের নেতা ও কর্মীরা যাতে অবাধে প্রচার-সহ তাঁদের রাজনৈতিক কাজকর্ম চালাতে পারেন তার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনি আধিকারিক৷ তবে তাঁর আশ্বাসেও তারা আশ্বস্ত হতে পারছেন না বলে জানান পবিত্র কর৷ তাদের কাছে নাকি খবর আছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করতে শাসকদলের মদতপুষ্ট দুষৃকতীরা অতি সক্রিয়৷

বাম নেতা পবিত্রবাবু জানান, গতকাল তিন জায়গায় আক্রান্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত৷ এদিন প্রথমে তাঁর ওপর আক্রমণ হয় পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া এলাকায়৷ এর পর আক্রান্ত হন সিপাহিজলা জেলার বিশালগড়ে৷ জিরানিয়ায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ আক্রান্ত হয়েছেন তাঁর সঙ্গী দলের লোকজন৷ জিরানিয়া মহকুমার মোহনপুরে ঘটেছিল ওই হামলার ঘটনা৷ জিরানিয়াতে নাকি নেতাদের ঢুকতেই দেওয়া হয়নি৷ প্রশাসনকে দিয়ে অহেতুক ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ তিনি জানান, চারদিক থেকে তাঁদের ঘিরে হামলা চালায় দুষৃকতীরা৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ এছাড়া, দুপুরে শঙ্করপ্রসাদের ওপর ফের আক্রমণের ঘটনা ঘটে বিশালগড়ে৷ সেখানে প্রার্থীর সমর্থনে পথসভা চলছিল৷ ওই সভায় যাওয়ার সময় তাঁর ওপর আক্রমণ করে একদল লোকজন৷ তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে৷ সর্বশেষ ঘটনাটি ঘটে পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার গান্ধীগ্রাম এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *