BRAKING NEWS

ভিভিআইপি চপার চুক্তি মামলা : মধ্যস্থতাকারী ডিফেন্স এজেন্টকে গ্রেফতার করল ইডি

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড দুর্নীতি মামলায় দিল্লি থেকে ডিফেন্স এজেন্টকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| সোমবার গভীর রাতে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে (পিএমএলএ) দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ৩,৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার চুক্তি মামলার ‘মধ্যস্থকারী’ সুশেন মোহন গুপ্তাকে| ইডি সূত্রের খবর, অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার চুক্তি-সহ অন্যান্য প্রতিরক্ষা চুক্তির সঙ্গে জড়িত ছিল এই ডিফেন্স এজেন্ট| মঙ্গলবারই ধৃতকে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে|

এর আগে ভিভিআইপি চপার চুক্তি মামলায় আইনজীবী গৌতম খৈতান এবং বিট্রিশ নাগরিক ‘মিডলম্যান’ ক্রিশ্চিয়ান মিশেলকে গ্রেফতার করেছিল ইডি| ইডি সূত্রের খবর, অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলার অন্যতম অভিযুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনার বয়ানের ভিত্তিতেই সুশেন মোহন গুপ্তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়| এরপরই সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে মধ্যস্থতাকারী সুশেন মোহন গুপ্তাকে| উল্লেখ্য, ইতিপূর্বে অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলার অন্যতম অভিযুক্ত মধ্যস্থতাকারী রাজীব সাক্সেনা রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছিলেন| সোমবার রাজীব সাক্সেনাকে হওয়ার অনুমতি দিয়েছে দিল্লির একটি আদালত| এক্ষেত্রে আপত্তি নেই ইডি-র|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *