/আইপিএফটি যা করতে পারেনি কংগ্রেসকে সমর্থন দিয়ে আইএনপিটির নতুন ইতিহাস

আইপিএফটি যা করতে পারেনি কংগ্রেসকে সমর্থন দিয়ে আইএনপিটির নতুন ইতিহাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ ত্রিপুুরায় উপজাতি রাজনীতির নয়া দিক নির্দেশ হচ্ছে৷ উপজাতি ভিত্তিক বিভিন্ন আঞ্চলিক দল নির্বাচন এলেই জাতীয় দলগুলির সাথে আঁতাত গড়ে উপজাতি দরদ সামনে আনে৷ গত বিধানসবা নির্বাচনে বিজেপির সাথে জোট গড়ে আইপিএফটি লড়াই করেছিল এবং উপজাতি অংশের মানুষকে একগাঁদা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে৷ কিন্তু, বিধানসভা নির্বাচনের এক বছরের মাথায় লোকসভা নির্বাচনে শাসক দলের জোট শরিক আইপিএফটি পৃথক ভাবে প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে লোকসভা নির্বাচনে৷ ্যদিকে, আইএনপিটি গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট না করে পৃথক ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল৷ কিন্তু, এবারের লোকসভা নির্বাচনে আইএনপিটি প্রার্থী ঘোষণা দিয়েও প্রায় শেষ মুহুর্তে কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করবে বলে ঘোষণা দিয়েছে৷ শুধু তাই নয় তারা কোন প্রার্থী দেবে না বলেও ঘোষণা দিয়েছে৷

রবিবার আগরতলায় কংগ্রেস ও আইএনপিটি নেতৃত্ব যৌথভাবে সাংবাদিক সম্মেলনে তাদের সমঝোতার কতা ঘোষণা করেন৷
সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন কোন ধরনের শর্ত ছাড়াই আইএনপিটির সাথে সমঝোতা হয়েছে৷ একই সুরে সমঝোতার কথা জানান আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খলও৷ দুজনেই জানিয়েছেন এরাজ্যের এডিসি এলাকায় বসবাসকারী জনগণের আর্থ সামাজিক উন্নয়নের জন্যই তারা একজোট হয়েছে৷ বেশ কিছু ইস্যুকে সামনে রেখে তারা এবারের নির্বাচনে প্রচার চালাবে৷


এদিকে, লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার সংসদীয় আসনে রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণকে প্রার্থী করেছে কংগ্রেস৷ রাজকুমারীকে প্রার্থী ঘোষণা করার পর রাজ্য রাজনীতিতে পরিবারতন্ত্র কায়েম হয়েছে বলে বিস্তর মুখরোচক প্রচার চলছে৷ বিশেষ করে এই প্রচার চালিয়েছে বিজেপি৷ তারা বলছে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ দিল্লির মতো রাজ্যেও পরিবারতন্ত্র চালিয়েছেন৷
প্রসঙ্গত, পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ দলের প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোরের বড় বোন, দিদি৷ রবিবার এ ব্যাপারে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রজ্ঞাদেবী একজন উচ্চশিক্ষিত, বিজ্ঞানী, বড়মাপের কবি৷ ত্রিপুরায় প্রজ্ঞাদেবীর মতো যোগ্য ও শিক্ষিত মানুষ খুব কম৷ এমন ব্যক্তিত্ব রাজনীতিতে এলে কার কী সমস্যা? এঁরাই তো সমাজের জন্য অনেক কিছু করতে পারেন৷ তিনি আরও বলেন, যাঁরা এ ধরনের অভিযোগ তুলেন, সেই বিজেপি কেন রাজপরিবারের এক সদস্যকে উপ-মুখ্যমন্ত্রী করল? বিজেপি-র তো আরও জনজাতি বিধায়ক ছিলেন৷ কিন্তু তাঁদের মধ্য থেকে কাউকে উপ-মুখ্যমন্ত্রী না করে রাজপরিবারের সদস্য জিষ্ণু দেববর্মণকে কেন গুরুত্বপূর্ণ এই পদে বসানো হলো? আগরতলা বিমানবন্দরের নাম কেন মহারাজার নামে করা হলো? তাঁরা রাজপরিবারের নাম ব্যবহার করে রাজনীতি করতে পারে, আর সেই রাজপরিবারের অন্য এক সদস্য কংগ্রেসের টিকিটে ভোট লড়লে প্রশ্ণ তোলা হচ্ছে? তারা কী করছে তা না দেখে অন্যের বিরুদ্ধে প্রশ্ণ তুলে কোন মুখে? এরই পরিপ্রেক্ষিতে আরও ভালো করে বিজেপি কর্মীদের হোমওয়ার্ক করার পরামর্শ দেন প্রদ্যুৎ কিশোর৷ তিনি জানান, আইএনপিটি কংগ্রেসের সঙ্গে জোট গড়ে আসন্ন লোকসভা নির্বাচনে লড়বে৷ তাছাড়া আরও কয়েকটি রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে বলেও জানান তিনি৷