রাজ্যের নানা স্থানে আক্রান্ত হচ্ছেন বাম নেতৃত্বরা, অভিযোগ খন্ডন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ রাজ্যে আক্রান্ত হচ্ছেন বিরোধী দল সিপিএমের নেতা কর্মীরা৷ শুধু তাই নয় পার্টি অফিসগুলি খোলা যাচ্ছে না বলে অভিযোগ করেছে বামফ্রন্টের সাংসদ শংকর প্রসাদ দত্ত৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, বিধানসভা নির্বাচনের ১ বছর পরও পার্টি অফিস খুলতে গিয়ে বাধা প্রাপ্ত সিপিআইএম নেতৃত্ব৷ একদিকে যখন ভোট প্রচারে গিয়ে আক্রান্ত বামফ্রন্ট প্রার্থী তখন অন্যদিকে গান্ধিগ্রাম পার্টি অফিস খুলতে গিয়ে বিজেপি কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করকে৷ রাজ্য পুলিশের সামনেই বাধাপ্রাপ্ত হন পবিত্র কর-সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব৷ পরিস্থিতি বেশি উত্তপ্ত হয়ে গেলে কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠি চালাতে বাধ্য হয়৷


গত ১ বছর কোন নেতাকর্মীকেই পার্টি অফিস খুলতে দেখা যায়নি৷ লোকসভা নির্বাচনে দলীয় কর্মসূচী পরিচালনা করার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে রবিবার পার্টি অফিস খুলতে যান পবিত্র কর-সহ অন্যান্য নেতৃত্ব৷ তাতেই বাধে বিপত্তি৷ বিজেপির স্থানীয় কর্মী সমর্থকরা পার্টি অফিস খুলতে বাধা দেয় বলে অভিযোগ৷ যদিও বিজেপির তরেেফ সিপিআইএম-র অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ তাদের বক্তব্য ১ বছর যাবৎ পার্টি অফিসটি বন্ধ ছিল৷ বিধানসভা নির্বাচনের আগে এই পার্টি অফিসেই অস্ত্র মজুত করা হয়েছিল৷ তা তল্লাশী চালিয়ে খুলতে হবে৷ যদিও কেন্দ্রীয় বাহিনী তা মঞ্জুর করেনি৷ কেন্দ্রীয় বাহিনী বাধা দিতেই বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধস্তাধস্তি শুরু হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *