নরেন্দ্র মোদীর জন্যই সপ্তম বেতন কমিশনের সুযোগ পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা ঃ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ সিপিএমের অপশাসন, গুণ্ডারাজ কিংবা নারী নির্যাতন নয়৷ প্রগতির দিশায় এগিয়ে চলেছে রাজ্য৷ তার ভাগিদার হয়েছেন শিক্ষক-কর্মচারী-সহ আরও অনেকেই৷ আর সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য৷ রবিবার বিশালগড়ে রাস্তার মাথায় নির্বাচনি জনসভায় এ-কথাগুলি বলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ তাঁর কথায়, রাজ্য ও কেন্দ্রে একই সরকার৷ তাই শিক্ষক-কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের স্কেল পেয়েছেন৷ বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করেছে৷


বিপ্লব দেব বলেন, এবারের নির্বাচন অনেকটা আলাদা৷ তাঁর মতে, ভারত-বিরোধী প্রচারকদের নিশ্চয়ই চিহ্ণিত করবেন নির্বাচকমণ্ডলি৷ বিপ্লবের ভাষায়, সিপিএমের শাসনে মানুষ ঘর থেকে বেরোতে পারতেন না৷ ২৫ বছর শুধুই গুণ্ডারাজ, নেশার কারবার এবং নারী নির্যাতন হয়েছে এ-রাজ্যে৷ উন্নয়নের বদলে রাজ্য ঋণগ্রস্ত হয়েছে৷ তাই, এখন রাজ্য পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে, বলেন বিপ্লবকুমার দেব৷
তাঁর দাবি, ঋণের বোঝা নিয়েই নির্বাচনে প্রদত্ত সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে৷ তিনি বলেন, সরকার গঠন করেই শিক্ষক-কর্মচারীদের বহু পুরনো দাবি মেনে সপ্তম বেতন কমিশনের বেতনক্রম দেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে মোদী সরকারকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি তিনি৷ তাঁর বক্তব্য, কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতায় রয়েছে, তাই সপ্তম বেতন কমিশনের সুযোগ দেওয়া সম্ভব হয়েছে৷ তিনি জানান, কেন্দ্র থেকে অতিরিক্ত ১,৫০০ কোটি টাকা এনেছি রাজ্যের প্রয়োজনীয়তা মেটানোর জন্য৷

কারণ, আমাদের মূলমন্ত্র সব-কা সাথ সব-কা বিকাশ৷ তিনি জানান, প্রথম দফায় সামাজিক ভাতা প্রাপকদের ভাতা বৃদ্ধি করা হয়েছে৷ ১২,৫০০ যুবক-যুবতীকে স্মার্টফোন দেওয়ার প্রস্তুতি চলছে৷ তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, ভিজন ডকুমেন্টে প্রদত্ত সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে৷ তাই তিনি নরেন্দ্র মোদীকে রাজ্যের দুটি আসন উপহার দেওয়ার আহ্বান রাখেন৷ তবেই রাজ্যের উন্নয়নে আরও গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি বলেন, সিপিএম দল সবসময়ই ভাওতাবাজি ও মিথ্যার রাজনীতি অপপ্রচারের রাজনীতি করে গেছেন৷এখনো তা ই করার চেষ্টা করছেন৷ কিন্তু সার্থক হবে না৷ভাতা নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছে বিরোধীরা৷কিন্তু স্পষ্ট করে তিনি জানান রাজ্যের কোন ভাতা প্রাপকের নাম ই বাদ যাবে না৷এসব বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে৷মঞ্চে ভাষণ রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন এবারের নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে আলাদা৷ এবারের নির্বাচনে ইতিহাস রচিত হবে তাই এই রাজ্যের দুটি আসন কে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদীজি কে উপহার দেওয়ার জন্য তিনি আবেদন রাখেন৷তবে এ দিনের জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুধুমাত্র মন্ডল ভিত্তিক জনসভায় লোক সমাগম সকলকে অবাক করে দেয়৷ মায়েদের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন ঘর ছেড়ে বিশেষ মুহুর্তে মায়েরা যখন বেরিয়ে আসে তবে রচিত হয় ইতিহাস৷আর সেই মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় রাজ্যবাসী৷


এদিকে, বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকও বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, এবারের নির্বাচনে লড়াই হবে রাষ্ট্রবাদ ও রাষ্ট্রবিরোধীদের মধ্যে৷ নরেন্দ্র মোদীকে ভোট দিয়ে দেশকে আরও মজবুত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *