BRAKING NEWS

লোকসভা নির্বাচন ২০১৯ : জোটে নেই সিপিআই, বেগুসরাইয়ে দলের প্রার্থী কানহাইয়া কুমার

পাটনা, ২৪ মার্চ (হি.স.) : জল্পনা চলছিল আগে থেকেই। অবশেষে রবিবার বিহারের বেগুসরাই লোকসভা আসন থেকে সিপিআই প্রার্থী হিসেবে ঘোষণা করা হল কানহাইয়া কুমারের নাম। এর আগে গত শুক্রবার আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতার কথা ঘোষণা করে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। যেখানে সিপিআই-র জন্য ছাড়া হয়েছিল একটি আসন। কিন্তু জোটের পথে না হেঁটে এদিন বেগুসরাই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে কানহাইয়া কুমারের নাম ঘোষণা করল সিপিআই।

বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআইয়ের হয়ে ভোটে লড়বেন জেএনইউ-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার। অন্যদিকে, আসন্ন লোকসভা নির্বাচনে বিহারের বিজেপি বিরোধী জোটের ঘোষণা হয়ে গিয়েছে। যেখানে আরজেডি ২০টি আসনে, কংগ্রেস ৯টি আসনে, এইচএএম ৩টি আসনে, আরএলএসপি ৫টি, ভিআইপি ৩টি এবং সিপিআই ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এমনটাই জানানো হয়েছে। কিন্তু জোটের পথে না এ হেঁটে শনিবার কানহাইয়ার প্রার্থী হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনা হয়। অন্য বাম দলগুলিও কানহাইয়াকে সমর্থন করছে। এদিন বিহারের বেগুসরাই লোকসভা আসন থেকে সিপিআই প্রার্থী হিসেবে জেএনইউ-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমারের নাম ঘোষণা করেন সিপিআই-এর সাধারণ সম্পাদক সুরাভরম সুধাকর রেড্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *