ত্রিপুরার কাজকর্মে সন্তোষ প্রকাশ রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷  বিচার ব্যবস্থায় ত্রিপুরার কাজকর্মে সন্তোষ প্রকাশ করে রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি আজ বলেছেন যে ত্রিপুরা হাইকোর্টের মামলা নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত হচ্ছে৷ শনিবার আগরতলা শহরে প্রধান বিচারপতি সঞ্জয় কারৌল, বিচারপতি সুভাশীষ তালাপাত্র ও বিচারপতি অরিন্দম লোধের উপস্থিতিতে ত্রিপুরা হাইকোর্টের ৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন গভর্নর প্রফেসর সোলাঙ্কি৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল প্রফেসর সোলাঙ্কি বিচার বিভাগের স্বাধীনতার ওপর আলোকপাত কবেন এবং বিচার বিভাগের কর্মক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ কবেন৷ তিনি বলেন, বিচারব্যবস্থা বিচার প্রদানের চাবিকাঠি৷
বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন যে, বিচারের সময় অবশ্যই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে দ্রুততার সাথে নিষ্পত্তি হয়৷ তিনি এই সার্ভিসে নিজেদেরকে আপডেট করার জন্য এবং জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য বিচার ব্যবস্থার সাথে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান৷ সংবিধান ও তার মূল্যবোধের সুরক্ষায় তিনি আরও জোর দেন৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য বিচারপতি শ্রীকারৌল বলেন, বিচার ব্যবস্থার প্রচেষ্টা সমাজে শান্তি আনতে হবে৷ ’ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর, আমি আমার দুই সহকর্মীসহ জেলা পর্যায়ে অবস্থিত বিভিন্ন আদালত এবং তৃণমূল পর্যায়ের বিচার বিভাগের বিভিন্ন আদালত এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি খুঁজে বের করার জন্য ভ্রমণ করেছি৷ বিচারপতি শ্রীকারৌল জোর দিয়ে বলেন, লক্ষ্য অর্জনের জন্য আমরাও কাজের তালিকা ছাড়াও কাজ করছি৷ ত্রিপুরা হাইকোর্টের পূর্বতন বিচারপতি দীপক গুপ্তার প্রশংসা করেন তিনি৷ বিচারপতি শুভাশিষ তালাপাত্র বলেন, বিচার বিভাগকে অবশ্যই ন্যায়বিচারের জন্য কাজ করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *