BRAKING NEWS

কলেজটিলার লেকে পঁচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷  রাজধানী আগরতলার কলেজটিলা লেক থেকে উদ্ধার করা হযেছে এক যুবকের মৃতদেহ৷ পুলিশ জানিয়েছে তার নাম জয় দত্ত৷ রাজধানীর ধলেশ্বর এলাকার কামিনীকুমার বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল সে৷ তার বাবার নাম নারায়ণ দত্ত৷ পুলিশ সূত্রে প্রকাশ, অভিভাবকের সঙ্গে অভিমান করে সে গত বুধবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল৷ তার বাড়ি টাউন বড়দোয়ালি এলাকায়৷ পশ্চিম আগরতলা থানায় তার নামে পরিবার থেকে একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল৷

প্রসঙ্গত উল্লেখ্য, রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র পূর্ব থানার অন্তর্গত এমবিবি কলেজে যাওয়ার পথে রাস্তার ধারে জঙ্গলাকীর্ণ হ্রদ থেকে শনিবার সকালে উদ্ধার হয়েছিল জয় দত্তের পচাগলা দেহ৷ প্রত্যক্ষদর্শীদের কাছে খবর পেয়ে সদর মহকুমার এসডিপিও ধ্রুব নাথ, পূর্ব থানার ওসি মানিক দেবনাথ পুলিশের এক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল৷ তার কিছুক্ষণের মধ্যে পুলিশের ফরেনসিক টিম ও স্নিফার ডগ ঘটনাস্থলে যায়৷ ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করে৷ পরে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ৷ 

ঘটনাটি খুন না আত্মহত্যা, না দুর্ঘটনা? এই সব প্রশ্ণের উত্তর পেতে পুলিশের তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে৷ প্রাথমিক তদন্তের ভিত্তিতে এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছিলেন, জয় খুনের শিকার হয়েছে৷ সম্ভবত অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষৃকতকারীরা তাকে নির্জন স্থানে ফেলে গেছে৷ এসডিপিও জানান, প্রথমে তাঁরা ঘটনা সম্পর্কে একটি ডায়েরি করে তদন্ত শুরু করেছিলেন৷ তবে পশ্চিম থানায় দায়েরকৃত নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত চলবে৷ তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে খুন না স্বাভাবিক, না দুর্ঘটনাজনিত মৃত্যু, সেই সূত্রে তদন্তে গতি আনা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *