BRAKING NEWS

জনজাতিদের ভোট টানতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷  জনজাতিদের ভোট কুড়াতে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার গোলাঘাঁটিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি জনজাতি অংশের মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান পৌঁছে দেওয়া হয়েছে৷ গোলাঘাঁটিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোন জাতীয় দল কোন সময় ১০ টি বিধানসভায় জিততে পারেনি৷ বিজেপি একমাত্র দল যে দল বিধানসভা নির্বাচনে ১০টি উপজাতি সংরক্ষিত আসনে জয়ী হয়েছে৷ শরিক দল আইপিএফটি দয়া দাক্ষিণ্যে তারা জয়ী হয়নি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছেন সেই স্লোগানে আকৃষ্ট হয়েই জনজাতি অংশের জনগণ ভোট দিয়েছেন৷ শরিক দল আইপিএফটি যে আটটি আসনে বিজয়ী হয়েছে তাও নরেন্দ্র মোদির দৌলত এই জয়ী হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ শরিক দলকে রীতিমত করে মুখ্যমন্ত্রী বলেন, এখন কিছু জনদরদি নেতা বেরিয়ে এসেছেন কেউ জনজাতি দরদী আবার কেউ বাঙালি দরদী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমালোচনাতে মুখর হন এদিন৷

খুমুলুং এ রাহুল গান্ধীর সমাবেশে ১০০ জন জনজাতিও সামিল হন নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ সবাই নাকি রাহুল গান্ধীকে টা টা দিয়ে বিদায় করে দিয়েছেন৷ বিগত দিনগুলিতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ,মনমোহন সিং বেইমানি করেছে বলে উল্লেখ করেন বিপ্লব দেব৷ তাদেরকে বেঈমানের দল বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী৷ পাহাড় সমতল সর্বত্রই নির্বাচনী সমাবেশে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিরোধীদের মারাত্মকভাবে কটাক্ষ করে চলেছেন৷ এ ব্যাপারে একাধিক দল নির্বাচন কমিশনের নজর নিয়েছেন মুখ্যমন্ত্রীর এসব বিতর্কিত মন্তব্য৷লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে ঘরঘর অভিযানে  সামিল হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের ঈশানচন্দ্র নগরে ঘরঘর অভিযানে সামিল হন মুখ্যমন্ত্রী৷ এ উপলক্ষে অশ্বিনী মার্কেটে ব্যবসায়ী সমিতির অফিস গৃহের সামনে জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী৷ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷উন্নয়নের নিরিখেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে কোন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল সূর্যমনি বিধানসভা কেন্দ্রের ঈশান চন্দ্র নগরে বাড়ি বাড়ি ভোট প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির চিত্র জনসমক্ষে তুলে ধরেন৷ বাড়ি বাড়ি ভোট প্রচার শেষ মুখ্যমন্ত্রী অশ্বিনী মার্কেটে বাজার ব্যবসায়ী সমিতির অফিসের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাকর্মীদের বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প জনগণকে সঠিক ভাবে বুঝাতে হবে৷ প্রতিটি বেনিফিসারি তালিকা প্রতিটি মন্ডল এ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ বেনি ফিসারিদের তালিকা হাতে নিয়ে ঘরে ঘরে ভোট প্রচারে শামিল হতে বলেছেন মুখ্যমন্ত্রী৷ যারা কেন্দ্রীয় প্রকল্পে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন তাদের কাছে ভোট প্রার্থনা করলে অন্যান্যরাও তাতে সাড়া দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী৷মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা রাজ্যের বিজেপি জোট সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে৷ সামাজিক ভাতা প্রদান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে৷ বর্তমান সরকার কারোর সামাজিক ভাতা বন্ধ করেননি বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যে শাসন ক্ষমতায় আসার আগে বিজেপি যে ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিল সেই প্রতিশ্রুতি পালন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর৷ ইতিমধ্যেই প্রতিশ্রুতির ৯০ শতাংশ কাজ শুরু হয়ে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ পাঁচ বছরের মধ্যে সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হবে৷ প্রতিশ্রুতি পালন করতে না পারলে তিনি পরবর্তী নির্বাচনে দাঁড়াবেন না বলে দৃঢ়তার সঙ্গে জানান৷লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘরঘর অভিযানে অন্যান্যদের মধ্যে শামিল হন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *