BRAKING NEWS

বিরল প্রজাতির পাখি শিকার, তিন শিকারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ বিরল প্রজাতির পাখি শিকারে গ্রামবাসীরা বাধা দিলে তিন পাখি শিকারি মারমুখি হয়ে ওঠেন৷ তারা গ্রামবাসীদের আক্রমণ করেন৷ ভয়ে গ্রামবাসী পালিয়ে যান৷ পুলিশ খবর পেয়ে বন দফতরকে সঙ্গে নিয়ে অভিযানে নেমে তিন পাখি শিকারিকে আটক করেছে৷ সঙ্গে বেশ কয়েকটি বিরল প্রজাতির পাখিও উদ্ধার হয়েছে৷ এছাড়া কিছু অস্ত্র তাদের কাছে পাওয়া গিয়েছে৷ ঘটনা পানিসাগর থানাধীন তিলথৈ এলাকায়৷


পুলিশ ও বন দফতর সূত্রের খবর, তিলথৈর চৌধুরীপাড়া এলাকায় পাখি শিকারি কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল৷ রোয়া অভয়ারন্য কাছে হওয়ায় ওই এলাকায় প্রচুর বিরল প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়৷ জনৈক গ্রামবাসী জানিয়েছেন, মইনুল হক (৩৫), রফিক উদ্দিন (৪০) এবং আব্দুল তাহের (২৬) কয়েকদিন এই এলাকায় পাখি শিকার করছিল৷ পাশাপাশি তারা নানা কায়দায় পাখি ধরে নিয়ে যাচ্ছিল৷ গতকাল দুপুরে তাদের বাধা দিতেই তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদের মারার তেঁড়ে আসে৷ ভয়ে আমরা পালিয়ে যাই৷ ওই গ্রামবাসী বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়৷পানিসাগর থানার পুলিশ জানিয়েছে, বন দপ্তরের সাথে যৌথ অভিযানে ওই তিন পাখি শিকারী আটক করেছে পুলিশ৷ তাদের কাছ বেশ কয়েকটি বিরল প্রজাতির পাখি পাওয়া গিয়েছে৷ সাথে কয়েকটি অস্ত্রও উদ্ধার হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *