ক্রাইস্টচার্চে বন্দুকবাজের হামলার জের, নিউজিল্যান্ডে নিষিদ্ধ সেমি-অটোম্যাটিক অস্ত্রের ব্যবহার

ওয়েলিংটন, ২১ মার্চ (হি.স.): নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে বন্দুকবাজের হামলার জেরে বড়সড় পদক্ষেপ নিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন। প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ডে অ্যাসল্ট রাইফেল-সহ সব সেমি-অটোম্যাটিক অস্ত্রের বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। নিউজিল্যান্ডের সময় অনুযায়ী বৃহস্পতিবার তিনি জানান, ‘আমি ঘোষণা করছি, নিউজিল্যান্ডে সব ধরনের মিলিটারি স্টাইলের সেমি-অটোমেটিক অস্ত্রের বিক্রি বন্ধ। আমরা সব অ্যাসল্ট রাইফেলও নিষিদ্ধ করছি।’

হাই ক্যাপাসিটি ম্যাগাজিন ও সেই রকম অন্যান্য ডিভাইসও নিষিদ্ধ করা হচ্ছে বলেও জানান তিনি। যে সব বন্দুক মানুষের কাছে আছে, তা ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ প্রকল্পও ঘোষণা করেছেন আর্ডেন। এর জন্য সরকারের প্রায় ৬৯ মিলিয়ন মার্কন ডলার থেকে ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। প্রসঙ্গত, কিছুদিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয়ার বন্দুকবাজ। বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয় দু’টি মসজিদ। অকালেই প্রাণ হারিয়েছেন ৫০ জন। অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *