সুবল ভৌমিককে দালাল বলে আখ্যায়িত করে কংগ্রেসকে তীর্যক ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ কংগ্রেস দলকে তির্যক ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কংগ্রেস দলের নেতাদের বেইমান ও ধূর্ত শিয়াল বলেও আখ্যায়িত করেন তিনি৷ সদ্য দল ত্যাগী বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক কে দালাল বলে কটাক্ষ করেন বিপ্লব দেব৷ সুবল ভৌমিক এর দল ত্যাগের ২৪ঘন্টার পর এ ধরনের তীর্যক ভাষায় কংগ্রেস দলকে আক্রমণ করার ঘটনায় রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ বুধবার প্রতাপগড়ে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ ধরনের মন্তব্য করেন বিরোধী দল বিজেপির বিরুদ্ধে৷


বি জে পির সহসভাপতি সুবল ভূমিক দল ছেড়ে কংগ্রেস দলে যোগ দেওয়ার পর থেকে বিজিবি অভ্যন্তরে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে৷ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মনোবল অক্ষুন্ন রাখার লক্ষ্যে বিজেপির প্রদেশ সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কংগ্রেস দলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন৷ বুধবার প্রতাপগড় এ প্রতাপগড় মন্ডল আয়োজিত এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিরসভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন কংগ্রেস দল এবং সিপিআইএম দীর্ঘদিন রাজ্যের শাসন ক্ষমতায় ছিল৷ কেন্দ্রীয় তারা মিলি ঝিলি সরকার গঠন করেছে৷ দীর্ঘকাল যারা ত্রিপুরায় বিরোধী শিবিরের ছিলেন তারা প্রতারণার শিকার হয়েছেন৷কেন্দ্রীয় স্তরে কংগ্রেস এবং সিপিএম এর গোপন আঁতাতের ফলেই ত্রিপুরায় কংগ্রেস দল ক্ষমতায় আসতে পারেনি বলে মন্তব্য করেন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ সীতারাম ইয়েচুরিদের নির্দেশে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা ত্রিপুরায় কংগ্রেস কে ক্ষমতায় আসতে দেয়নি বলে তিনি মন্তব্য করেন৷

ত্রিপুরার ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় ক্ষমতার পালাবদল হয়েছে৷ ত্রিপুরায় ক্ষমতার পালাবদলের পর থেকেই সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ত্রিপুরার জনগণকে যখন ২৫ বছরের বাম শাসন থেকে বিজেপি মুক্ত করেছে ঠিক সেই সময়ে ত্রিপুরায় রাহুল গান্ধী রা আসছেন আঙ্গুর খেতে বলে উল্লেখ করেন বিপ্লব বাবু৷ কংগ্রেস দলের নেতাদেরকে তিনি ধূর্ত শেয়াল বলে আখ্যায়িত করেন৷ ত্রিপুরার আপামর জনগণ তাদের কে চেনেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷ এ ধরণের ধূর্ত শিয়ালদের কেউ গ্রহণ করবে না বলেও মনে করেন তিনি৷ ত্রিপুরার জনগণের সঙ্গে এইসব ধূর্ত শেয়ালরা, বেইমানরা বারবার বেইমানি করেছে বলেও তিনি উল্লেখ করেন৷ সুবল ভৌমিক এর তীব্র সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী৷ কমিউনিস্টদের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্যই কংগ্রেসে যোগদান করেছেন বলে মন্তব্য করেন প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷ সুবল ভৌমিককে একজন দালাল বলে আখ্যায়িত করতে দ্বিধাবোধ করেননি বিপ্লব দেব৷ বিজেপিতে কোন দালালের স্থান নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দেন বিজেপির সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *