BRAKING NEWS

শক্তি পরীক্ষায় উত্তীর্ণ, ২০ জন বিধায়কের সমর্থনে আস্থা ভোটে জয়ী প্রমোদ সাওয়ান্ত

পানাজি, ২০ মার্চ (হি.স.): শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন গোয়ার নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত| বুধবার দুপুরে ৪০ সদস্যের গোয়া বিধানসভায় আস্থা ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ২০ জন বিধায়ক প্রমোদ সাওয়ান্তকে সমর্থন জানান| এরপরই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের লড়াইতে জিতে যান প্রমোদ সাওয়ান্ত| গোয়া বিধানসভার আস্থাভোটে প্রমোদ সাওয়ান্তের স্বপক্ষে ভোট দিয়েছেন ২০ জন বিধায়ক (১১ জন বিজেপি বিধায়ক, ৩ জন মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টির বিধায়ক, ৩ জন গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক এবং ৩ জন নির্দল বিধায়ক)| অন্যদিকে, বিপক্ষে ভোট দিয়েছেন ১৪ জন কংগ্রেস বিধায়ক এবং একজন এনসিপি বিধায়ক| প্রসঙ্গত, ৪০ সদস্যের গোয়া বিধানসভায় দুই বিধায়কের মৃত্যু এবং দুই কংগ্রেস বিধায়কের দলত্যাগ করার কারণে এখন বিধায়কের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৬|

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত রবিবার প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর| পারিক্করের মৃত্যুর পরই গোয়ার রাজনৈতিক সঙ্কট দেখা দেয়| বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের দাবি তোলে কংগ্রেস| রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গেও দেখা করে কংগ্রেস নেতৃত্ব| পরিস্থিতি সামাল দিতে শরিক এবং নির্দল বিধায়কদের নিয়ে ম্যারাথন বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব| মনোহর পারিক্করের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় গোয়া বিধানসভার স্পিকার প্রমোদ সাওয়ান্তকে| মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ গোয়ার ত্রয়োদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ৪৬ বছর বয়সি প্রমোদ সাওয়ান্ত| একইসঙ্গে প্রমোদ সাওয়ান্ত মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করেন ১১ জন বিধায়ক| তাঁদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি (এমজিপি)-র বিধায়ক সুদিন ধভলিকার, গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি)-র প্রধান বিজয়ী সরদেশাই, এমজিপি-র মনোহর অজগোয়াঙ্কার, বিজেপির মৌভিন গোডিনহ, বিশ্বজিত্ রাণে, মিলিন্দ নায়েক এবং নীলেশ কাবরাল| এছাড়াও গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক বিনোদ পালেয়াকার এবং জয়েশ সালগোয়াঙ্কার এবং নির্দল বিধায়ক রোহন খাউন্তে এবং গোবিন্দ| আস্থাভোটে জয়ী হওয়ার প্রয়োজনীয়তা ছিল প্রমোদের, বুধবার শক্তিপরীক্ষাতেও উত্তীর্ণ হলেন প্রমোদ সাওয়ান্ত|

প্রসঙ্গত, উত্তর গোয়ার সাঙ্কেলিম বিধানসভা কেন্দ্র থেকে ২০১২ এবং ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন পেশায় আয়ুর্বেদ চিকিত্সক প্রমোদ| মহারাষ্ট্রের গঙ্গা এডুকেশনাল সোসাইটি আয়ুর্বেদ মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী পরে তিলক মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন| প্রমোদের স্ত্রী সুলক্ষণা বিজেপির মহিলা সংগঠন অখিল ভারতীয় মহিলা মোর্চার গোয়া শাখার সভানেত্রী| তিনি পেশায় স্কুল শিক্ষিকা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *