পুলিশকে ম্যানেজ করে ফটিকরায়ে গণহারে নেশা সামগ্রীর চোরচালান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ উনকোটি জেলার কুমারঘাট ফটিকরায় সহ আশপাশের বিভিন্ন স্থানে পুলিশকে মেনেজ করে বিভিন্ন নেশা সামগ্রির আদান প্রদান চলছে৷ মূলত রাতের আধারে কুমারঘাট থেকে ফটিকরায় ভায়া কমলপুর রাস্তা দিয়ে বেশিরভাগ অবৈধ নেশা সামগ্রি অহরহ পাচার হয়৷ঐ রাস্তার সাইকাবাড়ি এলাকায় কুমারঘাটের মহকুমা পুলিশ আধিকারিক গমঞ্জয় রিয়াং এর নেতৃত্বে ফটিকরায় থানার পুলিশ উৎ পেতে বসে এবং একটি লরি আটক করে৷


গাড়ীটিতে বহিঃরাজ্যের নম্বর লাগানো ছিল৷গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার তিনশত বোতল মদ উদ্ধার করে পুলিশ৷উদ্ধার কর মদের আনুমানিক বাজার মূল্য ৬লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷তিনি জানান পানিসাগরের গনেশ দেবনাথের কাছ থেকে ঐ নেশা সামগ্রি কিনে সুমেন্দ্র দেববর্মা নামে খোয়াইয়ের এক ব্যাক্তির কাছে পৌছানোর উদ্দেশ্যে গাড়ীটি পানিসাগর থেকে চাম্পাহাওড়ের উদ্দেশ্যে যাচ্ছিল৷মালের মূল পাণ্ডা সুমেন্দ্র দেববর্মা এবং গাড়ীর চালককে আটক করেছে পুলিশ ৷সাথে অবৈধ মদগুলোও বাজেয়াপ্ত করা হয়েছে৷এবিষয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে ফটিকরায় থানার পুলিশ৷
গত ৯ মার্চ ফটিকরায় থানার উদ্বোধন হয়েছিল৷উদ্বোধনের এক সপ্তাহের মাথায় প্রথম বারের মতো নেশা বিরোধী অভিযানে বড়সর সাফল্য অর্জন করে পুলিশ৷ মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত সমাজ গড়ার ডাককে আরও জোরালো করে তুলল ফটিকরায় থানার পুলিশ ৷আগামী দিনেও ফটিকরায় থানার পুলিশের এই ধরনের অভিযান জারি থাকুক চাইছেন ফটিকরায়বাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *